বিখ্যাত ধনকুবের মোহাম্মদ আল ফায়েদ স্কটিশ সরকারের এক পরিকল্পনার সমালোচনা করার সূত্রে নেতিবাচক উদাহরণ টানতে গিয়ে বাংলাদেশের নাম ব্যবহার করেছেন। এ ঘটনায় বৃটেনসহ বিশ্বজুড়ে বাংলাদেশিদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিজের স্থাবর সম্পত্তির পাশের জমিতে স্কটিশ সরকারের উদ্যোগে নির্মিতব্য একটি এনার্জি প্লান্টের বিরুদ্ধাচারণ করতে গিয়ে তিনি এই অসৌজন্যমূলক মন্তব্য করেন এমন একটি দেশের বিরুদ্ধে যে দেশটি গৌরবোজ্জ্বল স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বিশ্ব মানচিত্রে নিজেদের ভূখণ্ড চিহ্নিত করেছে।
এ ঘটনায় আল ফায়েদের মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
পত্রিকায় প্রকাশিত সংবাদ জানা যায়, স্কটল্যান্ডের হাইল্যান্ডের নিকটবর্তী ইস্টার রস নামক স্থানে ৪৩ মিলিয়ন পাউন্ড ব্যায়ে ২০১০ সালে স্কটিশ সরকার একটি পরিবেশবান্ধব গ্রিন এনার্জি প্লান্ট নির্মাণের অনুমোদন দেয়।
হাইল্যান্ড কাউন্সিল কতৃক এ প্লান্ট নির্মাণের লক্ষ্যে বিভিন্ন সংস্থার সাথে বর্তমানে মতবিনিময় চলছে। প্রস্তাবিত নির্মাণ সাইটের পাশেই রয়েছে মিলিওনেয়ার আল-ফায়েদের বিশাল ভূ-সম্পত্তি। সম্প্রতি প্লান্ট নির্মাণের বিরুদ্ধে স্কটিশ ফার্স্ট মিনিস্টারকে লেখা এক চিঠিতে উদাহরণ হিসাবে বাংলাদেশকে টেনে আনেন হ্যারডস’র সাবেক বস।
উদাহরণ দিতে গিয়ে মিশরীয় এই ধনকুবের বলেন - "এটা স্কটল্যান্ড, বাংলাদেশের মত এটা ময়লা ও আবর্জনার স্তুপ নয় ``।
আল-ফায়েদের উক্তি মতে, বাংলাদেশ একটি আবর্জনার স্তুপ যেখানে ময়লা কুড়িয়ে অনেক শিশু জীবিকা নির্বাহ করে।
স্কটল্যান্ডের বিভিন্ন পত্র পত্রিকায় মোহাম্মদ আল-ফায়েদের উক্তিকে কোটেশন করে হেডলাইনে সংবাদ ছাপা হয়েছে : “treat Scotland like a rubbish dump” blasting — “it’s not BANGLADESH” বাংলাদেশ সম্পর্কে মোহাম্মদ আল ফায়েদ এমন বাজে মন্তব্য করায় স্থানীয় বাংলাদেশিরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। লিখিতভাবে এর প্রতিবাদ জানানোর প্রস্তুতি নিচ্ছেন কেউ কেউ।
সাবেক বৃটিশ রাজবধূ লেডি ডায়ানার সঙ্গে আল ফায়েদ পুত্র দোদি আল ফায়েদের প্রেম-প্রণয় নিয়ে একসময় বিশ্বজুড়ে প্রচুর গুঞ্জন ছিল। এমকি প্যারিসের সুরঙ্গপথে গাড়ি দুর্ঘটনায় ডায়ানার সঙ্গে নিহত অন্যদের সঙ্গে দোদি আল ফায়েদও ছিলেন।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।