আমাদের কথা খুঁজে নিন

   

আমি বাংলাদেশকে দেখেছি

যে জাদু দেখায় সে জাদুকর আর যে স্বপ্ন দেখায় সে . . .

আমি গ্রীষ্মকে দেখেছি- কাঠফাটা রৌদ্রের আড়ালে, কখনো সুমিস্ট ফলের সুতীব্র ঘ্রাণে, কখনো প্রাণের হাহাকারে। আমি বর্ষাকে দেখেছি- কালো মেঘের বজ্রনাদের মাঝে, কখনো বিষণ্ণ অঝর বারিধারায়, কখনো প্রলয়ংকরী বন্যায়। আমি শরৎকে দেখেছি- সাদা মেঘের ভেলায় ভাসতে, কখনো রোদেলা দুপুরে, কখনো তীব্র নীল আকাশে। আমি হেমন্তকে দেখেছি- বিনম্র শান্ত শুভ্র বসনে, কখনো পাকা ধানের শীষে বয়ে যাওয়া বাতাসে, কখনো কৃষকের হাসিতে। আমি শীতকে দেখেছি- কুয়াশার চাদরে মুড়ি দিয়ে, কখনো শিশির মাড়াতে, কখনো দরিদ্র বৃদ্ধার জীর্ণ দেহে বেদনা ছড়াতে। আমি বসন্তকে দেখেছি- ঋতুরাজের বেশে, কখনো ফুটন্ত ফুলের মাঝে, কখনো কোকিল হয়ে সকাল কিংবা সাঁঝে। আমি বাংলাদেশকে দেখেছি- পৃথিবীর শ্রেষ্ঠ ছয়টি রূপে, কখনো রাগে, কখনো অনুরাগে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.