বিশাল আকাশ জুরে
আমি আমেরিকাতে এসেছি যখন আমি নবম শ্রেনীতে পড়ি। আমি এখানে হাই স্কুল পাস করে এখন ইউনিভার্সিটিতে যাচ্ছি। এ কারনে আমার বাংলাদেশে যাও্য়া হয়ে উঠেনি। তাই বলেযে বাংলাদেশের কথা মনে পরেনি তা না। আমার প্রতিনিয়ত বাংলাদেশের কখা মনে পরে, বিশেষ করে আমার বন্ধুদের, আত্মিয়-সজনদের কথা।
বাংলাদেশে থাকতে কত যে মজা হত। বিশেষ করে ঈদে আমার ছোট বেলার সৃতির কথা মনে পরে যায়। আর এখানে ঈদের সময় দেখা যায়, নামায পরে বাসায় এসে আর কিছু করার থকেনা। আমেরিকাকে মানুষ যত উন্নত দেশই বলুক, বাংলাদেশের মতনা। এখানে, মানুষের একজন আরেকজনের জনয একটুও সময় নেই ।
এখানে সবাই সবার তালে আছে। যন্ত্রের মত জীবন। বাংলাদেশের মানুষ মীশুক ও অমাইক তাই আত্মিয়-সজন, পাড়াপ্রতিবেশিদর সাথে মেশা হয়। এখানে তাও ওতটা করা হয়না। তাই আমি বাংলাদেশকে অনেক মিস করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।