আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশকে জয় দিলেন রনি

জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে জাতীয় ফুটবল দল থাইল্যান্ড সফরে যায়। কোচ লোডডিক ক্রুইফ দেখতে চাচ্ছিলেন সে দেশের গতিময় খেলার কাছে তার শিষ্যরা কেমন করে। প্রথম অনুশীলন ম্যাচে থাই লিগের মধ্যম সারির দল সারোবুরির কাছে ১-২ গোলে হেরে যায়। নামহীন এই দলের কাছে হারলেও ক্রুইফ হতাশ হননি।

তিনি বলেন, জয়-পরাজয় নয়। আমি ছেলেদের প্রস্তুতিটা দেখতে এসেছি। যেখানে ফাঁকফোঁকর দেখব তা ঠিক করা হবে আমার দায়িত্ব। সত্যি বলতে কি বিদেশি ফিজিও এনে ফুটবলারদের ফিটনেস ও গতি বাড়ানোর কথা থাকলেও থাইল্যান্ডে প্রথম ম্যাচে সেই দমহীন বাংলাদেশকে খুঁজে পাওয়া গিয়েছিল। অতিরিক্ত প্রশিক্ষণের কারণে কারো কারো মাঝে এতটা ক্লান্তির ছাপ খুঁজে পাওয়া যায় যে তারা প্রথম ম্যাচে ঠিকমতো দৌড়াতে পারছিলেন না।

বাংলাদেশ কাল দ্বিতীয় অনুশীলন ম্যাচে মুখোমুখি হয় থাইল্যান্ড অনূধর্্ব ১৯ জাতীয় দলের বিপক্ষে। সত্যি বলতে কি শঙ্কা ছিল এ খেলায় এমিলিদের না জানি ভরাডুবি ঘটে। কারণ বয়সভিত্তিক হলেও এটাকে থাইল্যান্ডের দ্বিতীয় জাতীয় দল বলা হয়। না, হার নয় জয় দিয়েই থাইল্যান্ড সফর শেষ করছে ক্রুইফের শিষ্যরা। প্রতিপক্ষ দলকে ১-০ গোলে হারিয়ে দেয় বাংলাদেশ।

আগের ম্যাচের তুলনায় বাংলাদেশের খেলা ছিল যথেষ্ট গতিময়। প্রথম ম্যাচ থেকে যে শিক্ষা নিতে পেরেছে এ খেলা থেকেই বোঝা যাচ্ছিল। তারপর গোলের বেশ কটি সুযোগ নষ্ট করেছে তারা। তা না হলে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। ৭৩ মিনিটে তরুণ স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনি মূল্যবান গোলটি করেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.