........................... এভাবেই সময়গুলো কেটে যাবে অহর্ণিশ অতীত থেকে বর্তমান, ভবিষ্যতে সূর্যোদয় থেকে সূর্যাস্তে এভাবেই সময়গুলো কেটে যাবে অহর্ণিশ লোক থেকে লোকান্তরে তোমাকে খুঁজে খুঁজে এভাবেই সময়গুলো কেটে যাবে অহর্ণিশ এই মাটি, জনপদ পিষ্ট করে তুমি চলে গেছ অন্ধকার গ্লানির রাজ্যে তুমি চলে গেছ ষোল কোটি স্বপ্নের অহর্ণিশ আহাজারি বস্তুতঃ উপেক্ষায় তুমি ফেলে গেছ। কারো যন্ত্রণাগুলো তীব্রতর করে তুমি চলে গেছ, তুমি চলে গেছ কালকূটের দখলে, লম্পটের হাতের মুঠোয় উন্মাদের সিংহাসনে তুমি অবতীর্ণ হয়েছ--- অহর্ণিশ। আরো একবার সত্যগুলোকে রূপকথা করে তুমি চলে গেছ। এভাবেই সময়গুলো কেটে গেছে, যাবে, অহর্ণিশ দুর্দান্ত হাহাকার বুকে চেপে তিলোত্তমা নগরীর বুকে পা ফেলে যাযাবর অবিরত করে যাবে তোমার সন্ধান আকাশ-মাটি একাকার হয়ে যাবে কারো আর্তনাদে এভাবেই সময়গুলো কেটে যাবে--- অতীত রোমান্থনে আমরা অপেক্ষায় থাকবো সূর্যোদয় থেকে সূর্যাস্ত। আরো একবার পূর্বের মত দু'পায়ে বাঁধা শৃঙ্খল ভেঙ্গে ফিরবে তুমি আরো একবার বৈশাখী ঝড়ের মত কালজয়ী ইতিহাসের মত বাঁধভাঙ্গা জোয়ারের মত - তুমি ফিরবে আমাদের হৃদয়ের উষ্ণতায় - তুমি ফিরবে অবাধ্য স্বপ্নেরা পায়চারি করে যাবে বুকে -- তোমার প্রতীক্ষায়-- এভাবেই সময়গুলো কেটে যাবে-- অহর্ণিশ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।