আমাদের কথা খুঁজে নিন

   

বড়ই বিচিত্র !! মেয়েরা কি প্রোডাক্ট???

কেউ মুক্তচিন্তা করে সঠিক পথ খুঁজে পায়, আর কেউ হয় পথভ্রষ্ট। বাবারা, বুদ্ধিজীবীর খেতাবের লোভে মুক্তচিন্তা করলে সব হবে নষ্ট... ক্রিকেট নামে একটা খেলা আছে....যা আগে বাবা মা ভাই বোন সবাই এক সাথে বসে দেখতাম। আর এখন তা সবাই মিলে কেন দেখতে পারব না নিশ্চয় জানেন। হঠৎ বিনোদনের এক মাত্র এই সুস্থ মাধ্যমে যে এইসব ব্যাপার ঢুকে যাবে কখনো ভাবি নি..... দর্শকের মনোরঞ্জন করার জন্য কি খেলা আর চারিদিকের গোলমা ছাড়া হট্টগোল মার্কা পরিবেশটা কি যথেষ্ট নয়??? মাঠের লাস্ট মাথায় ওইসব রাখার আর নাচানোর কি দরকারটা ছিল??? কেউ বলতে পারবেন??? কিছু বিক্রিত মস্তিষ্কের লোকের মনোরঞ্জনের জন্য গ্যালারি থেকে শুরু করে টিভির সামনে বসা দর্শককেও এইসব অখাদ্য গিলাতে হবে কেন?? কিছুতেই বুঝে আসে না এইসব বিচিত্র কর্মকাণ্ড। আর যেসব মেয়েরা নিজেদের এভাবে বিলিয়ে দেয় তাদের ব্যাপারে আর কি বলব? যাক, উনারা না হয় দেশীয় কালচারের কারণে নিজে নিজেই পুরুষের প্রোডাক্ট বনেছে আর তা তাদের দৃষ্টিতে অপরাধের কিছু নয়।

কিন্তু আমাদের বাংলাদেশের LUX Channel I সুন্দরি প্রতিযোগিদের ব্যাপারে কি বলব?? তার অসভ্যতামি দেখলে আমার মনে তাদের কোন মা বাবা নাই...ডাইরেক্ট আকাশ থেকে পড়েছে! আর মা বাবা থাকলেও তারা কেমন মা বাবা যারা নিজের মেয়েকে বিলিয়ে অন্যদের ললুপ কামোনা চরিতার্থ করার জন্য ??? আর সুন্দর্যের প্রতিযোগিতা শুধু মেয়েদের জন্য কেন?? ছেলেরা কি দোষ করল ?? আশ্চর্য না হয়ে উপায় নেই। এবার একটু বিজ্ঞাপন নিয়ে কথা বলি......... মেয়েকে PRODUCT বানিয়ে দেয়ার বিজ্ঞাপন...... -একবার পেপারে একটা IPS এর বিজ্ঞাপন দেখেছিলাম ..IPS এর একটা ছোট ছবি ছিলো but পাশেই হওয়ায় হওয়ায় বুনো উদ্দাম মার্কা চুল ওয়ালা মেয়েটার ছবিটা ছিল অনেক বড় .. IPS আর মেয়েটার রিলেসন কি ?? IPS কি মেয়েরা তৈরী করে ?? নাকি বিদ্যুতের আলো শুধু মেয়েদের লাগে ?? আর মেয়ের ছবি যদি দিবে তাহলে কোনো ছাত্রীর ছবি তো দিতে পারতো (পড়ালেখা করছে ওই অবস্থায় )..কিন্তু ওই ছবিটাতে মেয়েটা যে স্টাইল-এ ছিল তাতে বুঝা যায় বিজ্ঞাপন যে তৈরী করেছে তার মাথায়...... আর এইটা স্পষ্ট ভাবে বুঝা যায় এই বিজ্ঞাপনের secondary aim কি । --আমাদের স্কুলে যাওয়ার পথেই একটা দোকান ছিল ..দোকানের উপর একটা বিশাল বিলবোর্ড....কলমের..but ঐখানে শুধু কলমের নাম টা লিখা হয়েছে আর দেয়া হয়েছে একটা মেয়ের বিশাল ছবি ..unfortunately মেয়েটার হাতে কোনো কলম নাই ... যারা পড়তে জানে না ...তারা এইটা দেখে কি ভাববে ? --আর BMW গাড়ি.........হুহ!! আর বললাম না। ---- আর কিছু বিজ্ঞাপন তো আছে যেখানে নাচানাচির পর লাস্ট সিনটা নে দেখলে বুঝাই যায় বিজ্ঞাপনটা কোন প্রোডাক্টের বা কোন ধরেনের প্রোডাক্ট হতে পারে। --সাবান দিয়ে কি ছেলেরা গোসল করে না ?? সাবানের বিজ্ঞাপন দেখলে মনে হয় ছেলেদের জন্য সাবান নয় ..ছেলেরা শুদু USE করবে Hair Gel/Body Spray..আর Hair Gel/Body Spray use করবে যেন আশে পাশে অসভ্য মেয়েরা থাকে ... ---কি অবস্থা!! পুরুষের শেভিং ক্রিম কিনবা রেজরের বিজ্ঞাপনেও মেয়ে থাকাটা আবশ্যক!--কিন্তু মেয়েদের কোন জিনিসের বিজ্ঞাপনে ছেলেদের থাকা আবশ্যক না।

আজ টিভী দেখার সময় একটু খেয়াল করে দেখবেন কয়টা বিজ্ঞাপন দখানো হয় যেখানে কোন মেয়েই নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।