আমাদের কথা খুঁজে নিন

   

আমার বন্ধু মিতু

ভালোবাসায় ঈশ্বর .. ভালোবাসায় তুমি .. ভালোবাসায় আমি .. ভালোবাসায় অন্য সবাই... শুধু জেনো ..ভালোবাসায় ভালোবাসা আমি যখন ক্লাস সিক্স এ পড়ি , মিতু নামের একটা মেয়ের সাথে আমার খুব বন্ধুত্ব হয়, ওর বাবা ঝালকাঠির জেলার ছিলেন । হটাত একদিন মিতু খুব কান্না করে আমার বাসার ল্যান্ডফোনে ফোন করে বলে , জানিস, আমার বাবার ২ টা কিডনি নষ্ট ! ডায়লাসিস করতে হচ্ছে , তার কিছুদিন পরে ভারতে গিয়ে মিতুর মা , ওর বাবাকে তার একটা কিডনি দান করেন ,সেই থেকে মিতুর মা কে আমার অন্যরকম লাগতো , কারনে অকারনে ওদের বাসায় যেতাম মিতুর মা কে দেখতে । মিতুরাও আমাদের বাসায় আসতো । একসময় ওর আর আমার বন্ধুত্ব মহাবন্ধুত্তে রুপ নেয়>ক্লাস এইট পর্যন্ত টানা ৩ বছরের বন্ধুত্ব এর মাঝে এমন একটা দিন যায়নি যে , আমাদের দেখা হতোনা , স্কুল বন্ধ থাকলেও দুজন দুজনার বাসায় গিয়ে আড্ডা দিতাম , এমন বন্ধু কে আমি হারিয়ে ফেলবো আমি কোনোদিন ভাবতেও পারিনি.মিতুদের দেশের বাড়ি ছিল পাবনা , ওরা ৩ ভাই বোন , আমরাও ছিলাম ৩ ভাই বোন । অদ্ভুত কিছু মিল ছিল আমাদের মাঝে ।

টানা ৩ বছরের বন্ধুত্তের অবসান হল মিতুর বাবার বদলি জনিত কারনে । জেদিন ওরা ঝালকাঠি থেকে চলে যায় , আমি আর মিতু গলা জড়াজড়ি করে সারাদিন কেঁদেছিলাম । তখন মোবাইল ফোনের যুগ ছিলোনা , শুধুমাত্র চিঠিতে যোগাযোগ করতাম পাবনা জেলা কারাগারের জেলার আজাদ আবুল কালাম মানে মিতুর বাবার ঠিকানায় । আমি এস এস সি পরীক্ষার পর ঢাকায় চলে আসার কারনে থেমে যায় আমাদের পত্রমিতালি টুকুও । তারপর আর কোনোদিন যোগাযোগ হয়নি !! জানিনা সে কোথায় আছে ?? জানিনা মিতুর সেই মহীয়সী মা ক্যামন আছেন ? যিনি নিজের কিডনি দিয়ে বাঁচিয়ে ছিলেন তার স্বামীকে ।

খুব দেখতে আর জানতে ইচ্ছা করে মিতু এখন কোথায় আছে ?? ওর বিয়ে হয়েছে কিনা ? বাবু হয়েছে কিনা ?? ও আমার কথা মনে রেখেছে কিনা ?? ফেসবুকে সার্চ দিয়ে মাগরুবা সিকদার মিতু কে অনেক খুঁজেছি । আমার সেই মিতু কে খুঁজেছি । যার সাথে আমার ছেলেবেলার দুরন্তপনার দিন গুলো ভীষণ আনন্দে কেটেছিল । আজ ২৭ মে , মিতুর জন্মদিন , আমি ওকে খুব মিস করছি , খুব দেখতে চাই ওকে । খুব........... হে বিধাতা তুমি আমার মিতুর খোঁজ এনে দাও ।

একবার দাও , প্লিস বিধাতা !! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.