আমাদের কথা খুঁজে নিন

   

শয়তান কি আমাদের ছাড়বেই না?

কেউ মুক্তচিন্তা করে সঠিক পথ খুঁজে পায়, আর কেউ হয় পথভ্রষ্ট। বাবারা, বুদ্ধিজীবীর খেতাবের লোভে মুক্তচিন্তা করলে সব হবে নষ্ট... আমার মোস্ট ফেভারেট ইসলামিক এস্কলার সালেম আল আমরি বলেছিলেন- “Shaitaan will not leave you until you leave Islam...He will be with you till the last breath of your life” আমারা যতক্ষণ পর্যন্ত ইসলামকে ছাড়ব না ততক্ষণ পর্যন্ত শয়তান আমাদের ছাড়বে না । “যেভাবেই হোক তাকে জাহান্নামে নিবই”- এমন শপথ নিয়ে শয়তান দিন রাত ২৪ ঘণ্টা ব্যস্ত থাকে আমদের পথভ্রষ্ট করা বা কূপথের দিকে নেবার কাজে। নানা ধরনের টেকনিক আপ্লাই করে সে তার কাজ করে । একজন লোক যদি কোন একটি নির্দিষ্ট কাজ ২০/৩০/৫০ বছর ধরে করে আসে তাহলে সে কাজে সে অবশ্যই খুব এক্সপার্ট হবেন ।

চোখ বন্ধ করেও সে কাজ করলেও তার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে খুব কম । আর শয়তান তার কাজ শুরু করেছে সেই তখন থেকে যখন থেকে সে নিজে পথভ্রষ্ট হয়েছিল...সুতরাং সে তার প্রফেশনে খুব এক্সপার্ট, খুব স্মার্ট । কার দুর্বলতা কোথায় এবং কার দুর্বলতা কীভাবে সৃষ্টি করতে হয় তা নিয়ে তার PhD করা আছে। কাকে কীভাবে পথভ্রষ্ট করতে হবে সে সম্পর্কে তার অঘাত জ্ঞান এবং technique জানা, নতুন technique উদ্ভাবনেও সে বরাবরই পারদর্শী। নানা ভাবে সে আমাদের পেছনে লেগে থাকবেই... অবশ্য সে কথাটা আগেই বলে দিয়েছিল আল্লাহকে - "এরপর তাদের কাছে আসব তাদের সামনের দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে।

"[সুরা আরাফ১৭] শয়তান কখনো কোন শাইখকে বলবে না যে “যাও,Bar এ গিয়ে মদ খেয়ে আস, VIP হয়ে যাবে ” । কারণ শয়তান জানে এই আলেম কে এইভাবে পথভ্রষ্ট করা যাবে না। কারন তার মদ খাওয়ার অভ্যাস এখনো গড়ে উঠে নি এবং মদ তার হাতের নাগালে নেই। তাকে সেই লেভেল থেক ওয়াস-ওয়াসা দিতে হবে যেই level থেকে তাকে easily deceive করা যাবে । শয়াতান তাকে বলবে “আরে!! তুমি তো খুব জ্ঞানী, খুব ভাল তর্ক করতে পার,খুব ভাল লিখতে পার, বলতে পার-চালিয়ে যাও, তোমাকে আরও বিখ্যাত হতে হবে”-এই অবস্থাই সেই আলেম যদি শয়তানের trick টা বুঝতে না পারে তাহলে তার সব জ্ঞান, বুদ্ধি তার জন্য হবে অভিশাপ ।

কারণ জ্ঞান থাকা উচিত শুধু আল্লাহ কে সন্তুষ্ট করার জন্য । Famous হওয়ার জন্য নায় । Famous হওয়ার জন্য হলে তা হবে “রিয়া” । (লোক দেখানু কাজ কে রিয়া বলা হয়/showing off / এইটা কে ছোট শিরক বলা হয়) **ছোট শিরক কিন্তু কোন ছোট খাট গুনাহ না। বরং এইটা কবিরর গুনার অন্তর্ভুক্ত।

ঠিক তেমনি শয়াতানের আরেকটি ট্রিক হল gradual process মেনটেইন করা । অর্থাৎ সরাসরি না নিয়ে ধীরে ধীরে পাপের দিকে নিয়ে যাওয়া...প্রথমে ছোট পাপের দিকে নিয়ে গিয়ে আসতে আসতে বড় পাপের দিকে নিয়ে যাওয়া । প্রথমে নফল ত্যাগ করাবে...তারপর সুন্নাহ...তারপর ফরযও ছাড়িয়ে ছাড়বে । প্রথমে বলবে মুখ ঢাকর দরকার নেই...তারপর বলবে মাথা ঢাকার দরকার নেই...তারপর বলবে “something is better than nothing” বলতে যা আছে তারও দরকার নেই । প্রথমে শুধু হিন্দি গানের audio শুনাবে তারপর video… Friendship এর নামে ছেলে মেয়ের ভিতরে free mixing ঘটাবে...তারপর প্রেম ভালবাসার নামে আরও higher level এর শয়তানি ।

আবার তার উল্টাও হতে পারে। মানে শিরকের দিকে নিতে না পারলে বিদাতের দিকে নিবে তা না পারলে বড় গুনহা, তাও না পারলে ছোট গুনাহ, তাও যদি না পারে অন্তত পক্ষে ভাল কাজ(মুস্তাহাব/নফল) থেক দূরে রাখার চেস্ট সে চালিয়ে যাবে...........অর্থাৎ তার চেষ্টা চলবেই... এইজন্য কিয়ামাতের দিন কিন্তু এই বলে বসতে পারব না যে "শয়তানের জন্যই তো আজ আমার এই অভস্থা...তা নাহলে আমি ঠিকেই......." আল্লাহ বলেন ""হে বনী-আদম! আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে, শয়তানের এবাদত করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু?"" [সুরা ইয়াসিন৬০] আল্লাহ আমাদের আগে থেকেই সতর্ক করে দিয়েছেন আমাদের প্রকাশ্য শত্রু সম্পর্কে আর এখন আমাদের কর্তব্য এই প্রকাশ্য শত্রু সাথে অভিরাম যুদ্ধ চালিয়ে যাওয়া। তিনি আরও বলেন "শয়তান তোমাদের শত্রু; অতএব তাকে শত্রু রূপেই গ্রহণ কর। সে তার দলবলকে আহবান করে যেন তারা জাহান্নামী হয়। " [সুর ফাতির ৬ ] অতএব শয়তান যে আমাদের সব চেয়ে বড় শত্রু এই কথা যেন ভুলে না যায়।

মুসলিমদের শত্রুর একটা লম্বা তালিকা করা হলে সেখানে সর্বপ্রথম থাকবে শয়তানের নাম, এমেরিকা কিংবা মতলব চাচার নাম না। তো যা বলছিলাম আরকি, এভাবে শয়তান আমাদের নিকট আসবে বারবার, মনের ভিতর প্রশ্ন জাগ্রত করবে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে,বারবার ওয়াস ওয়াসা দিবে আমদের ঈমান আকিদায় সমস্যা সৃষ্টি করার জন্য(তাওহীদের জ্ঞানের অভাব থাকলে তো আরও সহজ হবে), ভুলিয়ে দিবে আমাদের জীবনরে আসল আইমের কথা, খারাপকে আমাদের সামনে উপস্থাপন করবেন ভাল/পবিত্র হিসেবে ইত্যাদি ইত্যাদি... [এসব নিয়ে পরের পর্বে বিস্তারিত লিখার ইচ্ছা আছে] আসলে শয়তান অজ্ঞদের সাথে যত ট্রিক খেলতে পারে ততটা পারেনা জ্ঞানীদের সাথে। শয়তানের কর্মপদ্ধতি সম্পর্কে যত বেশী ধারণা লাভ করব তার ট্রিক বুঝা তত বেশী সহজ হবে এবং সহজেই তার কাছ থেক বাঁচতে পারব ইনশাআল্লাহ| তাই তাকে নিয়ে আরকটু বিস্তারিত লিখার ইচ্ছা আছে। আসা করি সাথেই থাকবেন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.