আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ: শয়তান

জীবন এক প্রবাহমান নদী, এখানে দু:খগুলো ভাটার মত, যা বাধ দিয়ে সংরক্ষনও করতে পারেন আবার জোয়ারের অপেক্ষায় ধৈর্যও ধরতে পারেন । কেয়ামতের দিন , লোকে নাকি তাদের সব মন্দ কাজের জন্যে শয়তানকে দোষারোপ করবে ! বলবে যে এই ব্যাটা শয়তান আমাদের সবাইকে মন্দকাজে প্ররোচিত করেছে..... তখন শয়তান বলবে, এই ব্যাটারা তোমরা কি আমাকে কখনো দেখেছ ? কখনো আমার কথা শুনেছ ? কখনো আমার শরীরের গন্ধ পেয়েছ ? জবাবে সবাই বলবে , না । তখন শয়তান বলবে, ও আল্লাহ, ওরা যা বলছে তুমি তার সাক্ষী থাক । এই কথাটা আবাল এক হুজুরের বয়ান থেকে শুনে আমার এক বন্ধু যা বলল............ এখন সবাই যখন শয়তানকে দোষারোপ করবে তখন নিশ্চয় আমিও করব । তাই মনে মনে ঠিক করছি শয়তান কোথায় আছে তারে খুজে বের করব । তার সাথে দেখা করব । যখন ওই শালা কেয়ামতের দিন বলবে যে তুমি কি আমাকে দেখেছ ? তখন বলব ‘ ও আল্লাহ নিশ্চয় তুমি সাক্ষী আছ যে আমি তার সাথে সাক্ষাত করেছি । অথএব, আমাকে জাহান্নাম থেকে বাচাও । এখন বন্ধুটা খালি বাদরামী করে....কিছু জিজ্ঞেস করলে বলে শয়তানী না করলে শয়তানের দেখা পাব কই ? আমি তারে বললাম যে ” বোকা, যদি তুই পরহেজগারী অবলম্বন করস তাহলেই তোর পক্ষে শয়তানের দেখা পাওয়া সম্ভব, কখনো কি শুনছস যে দুস্ট লোকেদের শয়তান দেখা দিছে ? ব্যাটা ইতিহাস দেখ, যত সাহাবা,বুজুর্গরা ছিল তারা ছাড়া আর কেউ কখনো শয়তানের দেখা পায় নাই “

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।