অতি সাধারণ চোখ ভরা স্বপ্ন স্বপ্ন দেখি ভাল কিছু করার। লেখালেখি করার চেষ্টা করি তবে ভাল ভাবে পারি না । তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজ আকাশে নতুন সূর্য
নতুন রোদ পড়েছে মাঠে,
নতুন স্বপ্নে বিভোর মানুষ
শুধু চলছে হাটে ঘাটে।
মেঘে মেঘে গগন মাঝে
আঁকছে নানান আল্পনা,
সবার মাঝে খুশির আমেজ
খুব বেশী তা অল্প না।
আজকে বায়ুর চলন বলন
এক অন্যরকম লাগে,
নতুন গান গায় যে পাখি
যে গান শুনেনি কেউ আগে।
নদীর মাঝে খেলছে আজ
কত ঢেউয়ে ঢেউয়ে খেলা,
ফুলে ফুলে বসেছে দেখ
হরেক প্রজাপতির মেলা।
আজকে মন রাঙ্গিয়ে উঠল
রংধনুর ঐ সাত রঙ্গে,
প্রকৃতিও ভাব জমাচ্ছে
সকল পশু পাখির সঙ্গে।
বছর ঘুরে আজকে আবার
একটা নতুন দিন এল,
তাই তো এরূপ সুখের পরশ
এই হৃদয় খুজে পেল।
দুঃখ যত বিলীন হয়ে
জীবন আনন্দে যাক সবার,
বছরটা কাটুক হাসি খুশি
হ্যাপি নিউ ইয়ার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।