আমার বয়স হলো সাতাশ আমার সঙ্গে মিতা পাতাস তোর দু'হাত চেপে ধরি চাই এ-টুকু মাত্তরই আমার বন্ধু ছিল আকাশ কেন দ্বিধার চোখে তাকাস আমি মেঘের ছোটছেলে কোলে আমাকে আজ পেলে আমার বুক দেখাব তোকে বুকে রয়েছে বিদ্যুত কিছু করলে মনে ধ্যুৎ আমি খেয়েছি স্বপ্নকে জানিস বজ্র সখা আমার আমার সাধ এখানে থামার তোর আঁচল পেলে বাতাস আর দরকার কী নামার আমি মেঘের ছোটছেলে আমার কৌটা-ভরা রং আমি চাইছি না বরং ওরাই দিচ্ছে নিচে ঠেলে আমি জলের ছোট অণু রক্তে বুনেছি রংধনু সাত রোদেলা বন জানে ব্যথা ফুটেছে কোনখানে আমি ছিলাম তোরই বাঁ-পাশ আমি যাচ্ছি পড়ে বাতাস আমি গেলাম পড়ে বাতাস _____________________________________________________ আর মাত্র কিছুক্ষণ পর আমার বার্থেডে। এমনিতে আমি সেলিব্রেট করিনা। অন্য আর দশটা দিনের মতই এই দিনটা আমার জন্য সাধারণ। তাও এবার সবার সাথে এখানে শেয়ার করলাম মূলত সঞ্জীব চৌধূরীর গাওয়া এই গানটা আমার ভীষণ প্রিয়। অনেকদিন ধরেই এই গানটা শুনছি, আর ভাবছি কখন যে আমার সাতাশ হবে! যাইহোক, সবার জন্য গানটা এখানে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।