আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাপি বার্থডে বস

শুন্য থেকে শুরু করলাম.। .। .। .। .।

ভিক্টরঃ You say you are waiting for something. And I say to you,"Yes, yes. We all wait". অ্যামেলিয়াঃ What are you waiting for? ভিক্টরঃ You. I wait for you. অনেকের কাছে শুনি আমি এত বার Titanic দেখছি, আমি এত বার Dilwale Dulhania Le Jayenge দেখছি, আমি এত বার এই দেখছি,সেই দেখছি...... ভালো কথা। কিন্তু আমার কোন মুভিই এইভাবে হিসাব কিতাব করে দেখা পড়ে নাই। আর তাছাড়া এখন মুভি জিনিসটা আমি দেখিও না(!!!)। কারণ, আমার মতে মুভি আসলে দেখার মত কোন জিনিস না, উপভোগ করার জিনিস। এইজন্য হয়ত কোন কোন মুভি দেখতে আমার ঘন্টাখানিক সময় বেশিও লেগে যায়।

একটা সময় মুভি দেখা মানে বুঝতাম সেই মাপের মারামারি থাকবে, ইয়া ঢিসুম ঢিসুম... বেছে বেছে দেখতামও শুধু মারামারি সিনগুলো। কিন্তু এখন মুভির ক্ষেত্রে ভালো লাগার লেভেলটা একটু অন্যরকম। অন্যান্য টাইপের চেয়ে ড্রামা টাইপ মুভি এখন বেশি ভালো লাগে। আগে মুভি শেষ হয়ে গেলেই শেষ। আর এখন মুভি শেষ হওয়ার পরেও কমপক্ষে এই বিষয়গুলো দেখি- ডিরেক্টর কে, অ্যাক্টর-অ্যাক্ট্রেস কে কে, স্ক্রিপ্ট-ডায়ালগ কার, মিউজিক কার...।

একটা সময় প্রিয় নায়ক ছিল Tom Cruise, এখনও সেই Tom ই প্রিয় আছে, কিন্তু Cruise এর জায়গায় এসেছে Hanks। আর আমার এই পরিবর্তনের জন্য দায়ী মানুষটা তিনি নিজেই। আমার এক বন্ধু একটা কথা বলেছিলো- 'এই লোকটার জন্মই হইছে অভিনয় করার জন্য। ' ...পারফেক্ট। টম হ্যাঙ্কসকে বোঝানোর জন্য এর থেকে ভাল আর কিছু হতে পারে না।

ওস্তাদ Tom Hanksএর আজ হ্যাপি বার্থডে। ওস্তাদের জন্য মন থেকে উইশ করি, আপনি প্লিজ আরো একশ বছর বেচে থাকুন। আমাদের মত অভাগারা আপনাকে দেখে বেচে থাকার কিছু আশা পায়,এগিয়ে যাওয়ার কিছু প্রেরনা পায়। (শুরুতে যে ডায়লগগুলো দিয়েছি সেটা ওস্তাদের The Terminal মুভির। ) [top secret: I've enjoyed 'The Terminal' over 12 times only for this dialogue অ্যান্ড the counting will be continued ] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.