আমাদের কথা খুঁজে নিন

   

স্বয়ং ঈশ্বরও লজ্জা পাইলেন

একসময় দেখলাম, সবই কল্পনা, বাস্তবতায় শূন্য পৃথিবী। লতিফুর রহমান। বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী। লতিফুর রহমান সম্প্রতি বিজনেস ফর পিস এওয়ার্ডটি পেয়েছেন। তাই নিয়ে প্রথম-আলোর বন্দনার শেষ নেই।

তারা বলছে এটা নাকি ব্যবসার জন্য নোবেল পুরুষ্কার বলে খ্যাত। ভালো কথা, তা আমাদের দেশে এধরণের একজন ব্যবসায়ী আছেন, যিনি কিনা ব্যবসা করে শান্তি এনেছেন? যদিও তার আনীত শান্তির ছিটে ফোটাও দেখতে পাই না। কেন পাই না সে হয়তো আমার চোখের দোষ। কেউ ব্যবসা করে কোটিপতি হোক তাতে আমার কোন সমস্যা নাই। কিন্তু ব্যবসার টাকা দিয়ে পত্রিকা করে, সেই পত্রিকা স্ববন্দনায় ব্যবহার করা কতটা নিচ মানসিকতার পরিচায়ক তা দেখে কষ্ট হয়।

ধরুণ ব্যবপারটি এরকম, আমার একটা টিভি চ্যানেল আছে, আর সেখানে আমাকে নিয়েই বন্দনা করা হচ্ছে। বিষয়টি মধ্যযুগীয়ও তামাসা বলে মনে হয়। লতিফুর রহমান কত মানুষের জীবন পরিবর্তন করেছেন? হিসেবটা জানতে চেয়ে পোস্টটা শেষ করছি! আর হ্যা বিশ্বের সত্যিকারের পরিবর্তনের কারিগর, বিল গেটস কিংবা স্টিভ জবস এসব পুরুস্কারের ধার ধারেন নাই!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.