আমাদের কথা খুঁজে নিন

   

স্বয়ং জননী (শেষ ভাগ)



--তার আগে আমার কন্ট্রাক্ট ম্যারেজ সম্পর্কে আপনার জানা দরকার। আমার বাবার ব্যবসায় যিনি বিশ্বাসযোগ্য সহযোগিতা করেন তিনি আমেরিকা থেকে বিজনেস ম্যানেজমেন্টের উচ্চ ডিগ্রি নিয়ে এসে আমাদের কোম্পানিতে জয়েন করেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে তাঁর যোগ্যতা সম্পর্কে আমাদের কোনো সংশয় নেই। ভবিষ্যতে যাতে এই ব্যবসা নষ্ট না হয় তার জন্যে বাবা আমায় বোঝাতে সক্ষম হয়েছিলেন যে, ওঁকে বিয়ে করলে সব দিক থেকেই ভালো হবে। আমি রাজি হয়েছিলাম শর্তসাপেক্ষে।

যখনই মনে হবে উনি স্বামী হিসেবে আমার উপযুক্ত নন তখনই বিচ্ছেদ হয়ে যাবে। ইনফ্যাক্ট বিয়ের পর সামান্য কয়েক মাসেই বোঝা গেছে আমার স্বামী হিসেবে তিনি একেবারেই উপযুক্ত নন। যেমন আপনার স্ত্রী শ্রাবণী আপনার স্ত্রী হিসেবে একেবারেই উপযুক্ত নন। ফলে আপনার মতো জিনিয়াসের সন্তান হিসেবে আপনার মেয়ে আপনার মতো হতে পারেনি। আপনার ও আপনার স্ত্রীর জিন ও জিনিয়াসের অসমতার ফলেই এটা ঘটেছে।

--আপনি আপনার স্বামীর বিষয়ে কিছু কলছিলেন বিদিশা! --আমি প্রসঙ্গান্তরে যাচ্ছি না। দৃষ্টান্ত দিচ্ছিলাম মাত্র। এনিওয়ে, আমার যখন স্পষ্ট মনে হয়েছে আমাদের উভয়ের জিন ও জিনিয়াসের অসম মিলনে স্বপ্নের সন্তানের মা হওয়ার সুয্গে হারাবো তখনই সিদ্ধান্ত নিই আমার স্বামীর সন্তানের জন্ম আমি দিতে পারি না। এ ব্যাপারে আমাকে কেউ বাধ্যও করতে পারে না। --কিন্তু যেভাবেই হোক আপনার সন্তান আপনার মতোই হবে এমন গ্যারান্টি কোথায় পাবেন আপনি? এটা খুব কম ক্ষেত্রেই হয়।

--হয়, কারণ মা-বাবার জিন ও জিনিয়াস সমানভাবে সন্তানের ক্ষেত্রে প্রবাহিত হয় না বলেই দারুণ জিনিয়াস পিতা কিংবা মাতার যোগ্য সন্তান প্রায় কোনো ক্ষেত্রেই হয় না। --এসব জটিল এবং অদ্ভুত তত্ত্বের সঙ্গে আমাদের দেখা হওয়ার সম্পর্ক ঠিক কি আমি তা বুঝতে পারছি না কিন্তু--আর এ ব্যাপারে আমরা আলোচনাই বা করছি কেন? --করছি, কারণ আমি চাই-- আমি যে সন্তানের জন্ম দেব তার রক্তে তার বায়োলজিক্যাল মা-বাবার জিন ও জিনিয়াসের মধ্যে ব্যাপক অসমতা থাকবে না। তাহলে আমি আমার স্বপ্নের সন্তানের জননী হিসেবে নিজেকে সার্থক বলে মনে করতে পারব। বেদান্ত ইতিমধ্যেই দু'পেগ শেষ করেছে। পরিবেশটাও বেশ রোমাঞ্চকর।

কথা বলতে বলতে বিদিশাকে বেশ উত্তেজিত মনে হচ্ছে। ঘন ঘন নি:শ্বাস নেওয়ার ফলে তার সুগঠিত বুক দ্রুত ওঠানামা করছে। হাল্কা বাতাসে মাঝে মাঝে মুখের ওপর চুল উড়ে আসছে। চোখ ঢেকে যাচ্ছে। চুলগুলো সরাতেই মেঘ সরে গেলে চাঁদকে যেমন দ্বিগুণ উজ্জ্বল মনে হয় বিদিশার মুখটাও তাই মনে হচ্ছে।

'স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট'-এর প্রতিক্রিয়ায় মাথার ভেতরটা কেমন হাল্কা এবং ঝরঝরে মনে হচ্ছে বেদান্ত'র। সামান্য ঝুঁকে বিদিশাকে বলল-- --এই জটিল বিষয়টা আপনার স্বামী বোঝেন? --বোধহয় না। কারণ ওর মনের মধ্যে কোনো স্বপ্ন-সন্তানের আকাঙ্ক্ষাই নেই। সন্তানের জন্ম ওর কাছে এক স্বাভাবিক চিরন্তন জৈব প্রক্রিয়া যা বংশরক্ষার প্রয়োজন ভিত্তিক একটা গার্হস্থ্য কর্ম ছাড়া আর কিছুই না। একবিংশ শতাব্দীতেও এই বোধ নিয়ে যে অনাগত সন্তানের কথা ভাবে তার সন্তান গর্ভে ধারণ করা উচিত হয় কি? আপনার কি মনে হয়? --কিন্তু এটাই তো সামাজিক নিয়ম, বলতে পারেন সামাজিক সংবিধানের নির্দেশ।

--আমি এই নিয়ম বা নির্দেশ যাই বলুন না কেন স্বীকার করি না। একজন নারী হিসেবে, একজন জননী হিসেবে আমিই সিদ্ধান্ত নেব ঠিক কেমন সন্তানের জন্ম আমি দিতে চাই। আমি সব সময়েই চাইবো একটি জিনিয়াস সন্তানের জন্ম দিতে। শুধু আমি নই, একদিন সব মেয়েই এ ব্যাপারে নিজের স্বাধীনতায় অন্য কারো হস্তক্ষেপ গ্রাহ্য করবে না। --এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।

পুরুষেরা সাধারণত: এসব ব্যাপারে ভীষণভাবে রক্ষণশীল হয়ে থাকে। তবে কারুর ব্যক্তিগত স্বাধীনতা কিংবা রুচির বিরুদ্ধে আমার কোনো আপত্তি থাকছে না। যাইহোক, অনেক কথা হল, কিন্তু আসল কথাটা এখনো হল না। এবারে অন্তত: বলুন আমার সঙ্গে কেন দেখা করতে চেয়েছিলেন? --আমি আপনার সন্তানের জন্ম দিতে চাই। বেদান্ত'র হাত থেকে গ্লাস পড়ে গেল মাটিতে।

বিদিশার স্পষ্ট আচমকা ঘোষণায় কয়েক মুহূর্তের জন্য বেদান্ত বোবা হয়ে গেল। বিদিশা প্রশ্নবোধক দৃষ্টিতে বেদান্ত'র প্রতিক্রিয়া লক্ষ্য করছিল। বিদিশার বিচারে বেদান্ত একজন জিনিয়াস। ওর পজেটিভ জিনের সঙ্গে বিদিশার স্ট্রং পজেটিভ জিনের মিলিত প্রবাহে আর একটা নিশ্চিত জিনিয়াসের জন্ম দিয়ে নিজের নারীত্ব এবং মাতৃত্বকে সার্থক করতে চায়! নি:সন্দেহে অভিনব এবং ক্রান্তিকারী সিদ্ধান্ত। এই বাসনা সংক্রামিত হলে সামাজিক প্রতিক্রিয়া কি হবে জানা নেই বেদান্ত'র।

ভাবতেও চাইছে না আপাতত:। তবে পৃথিবীতে আগাছার জন্মহার যে দ্রুত কমতে থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেকক্ষণ পরে বেদান্ত বলল-- --কিন্তু আপনার ধারণা যদি সত্যি না হয়? --মিথ্যে হতে পারে না। মিথ্যে হবার এতটুকু সম্ভাবনা নিয়ে আমি ভাবতে চাই না। --এটা তো আবেগের কথা বলে মনে হচ্ছে।

এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি না তা তো জানা দরকার--আর তা ছাড়া আপানার স্বামী এই আশ্চর্য ঘটনা মেনে নেবেন? --প্রথমত আমি যা বলছি তা স্রেফ আবেগসর্বস্ব বিষয় নয়। রীতিমতো জিন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই আমার এই বিশ্বাস জন্মেছে। আর আমার সন্তান সম্ভাবনা নিশ্চিত হলে আমি স্বামীকে সানন্দে ডিভোর্স দিয়ে দেব। কোনো সমস্যা থাকবে না। --কিন্তু আপনার জীবন? জীবনের পেছনে অজস্র সামাজিক প্রশ্ন--- --স্বপ্ন সন্তানের বিশ্বাসকে প্রমাণ করার কাজেই আমার জীবন সুন্দর কেটে যাবে।

আপনারও কোনো দায় কোনোদিন থাকবে না। বিশ্বাস করুন! বিদিশা হাত বাড়িয়ে বেদান্তর ডান হাতটা চেপে ধরল। বেদান্ত তাকাল বিদিশার মুখের দিকে। সেখানে এক অলৌকিক জননীর সাফল্যের খুশি ছড়িয়ে পড়তে দেখছে বেদান্ত। বিদিশার হাতের ওপর নিজের বাঁ হাতটা রেখে সামান্য চাপ দিল বেদান্ত!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.