আমাদের কথা খুঁজে নিন

   

আলিঙ্গন

আমি এমন এক সাধারন মানুষ হতে চাই যে অসাধারন হবার পেছনে দৌঁড়ায়না এবং বিনা প্রশ্নে কিছু গ্রহন করেনা । চাকচিক্যময় আলোকবর্তীকার বিপরীতে ঝঞ্ঝাবিক্ষুব্ধ শহরে নির্লিপ্ত জনতার কোলাহল জনতা পথ দিয়ে চলে যায় , হেঁটে বেড়ায়না , তমসাচ্ছন্ন রাতে এক ফালি চাঁদ স্বমহিমায় ভাস্বর হয়ে আত্নপ্রেমাসক্ত , চৌরাস্তার মাঝপথে অর্ধ - উলঙ্গ বালিকার আলিঙ্গনে নির্বিঘ্নে ঘুমায় তার সহোদর । আরো একটি দিন তাদের কেটে যায় , আরো একটি দিন চাঁদ ম্লান হয়ে পরম মলিনতায় আলো বিকিরন করে । দাঁতে দাঁত চেপে বালিকা , সহোদরের লড়াইকে যতদিন মেনে নিয়ে দিনানিপাত করা হবে , চাঁদের আলো ততদিন ফিকে রয়ে একপাশে কিছু অন্ধ , বধির মানুষেরই থেকে যাবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।