গত রবিবার রাজশাহী থেকে ফিরছিলাম। প্রচন্ড গরম। টিকেক কাউন্টারের পার্শ্বেই অবস্থিত একটি দোকান থেকে কোল্ড ডিংকস কিনছিলাম। তখন একজন মধ্যবয়সী ভিখারিনী বলল--ও স্যার, কয়টা ট্যাহা দ্যান, ভাত খামু।
আমি দোকান থেকে ২০ টাকা দামের একটি রুটি নিয়ে তাকে তার দিকে ধরলাম।
সে বলল না এটা নিব না ট্যাহা দেন হোটেলে ভাত খামু। খুবই সন্নিকটে একটি সাধারণ মানের হোটেল থাকায় তাকে সেদিকে নিয়ে যেতে চাইলাম। সে যেতে রাজী হলনা। বলে এখন খেয়েছে রাতে খাবারের জন্য টাকা চাই।
তার কথাগুলো উক্ত দোকানী শুনে আমাকে জানালো ও মাঝে মধ্যেই এগুলোতে ঘোরাফিরা করে আর সকাল থেকে একই ভাবে মানুষের কাছে টাকা চায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।