ওগো হাসিনা-খালেদা দয়া কইরা তোরা এইবার আমাগো কইরা ক্ষমা বনবাস যা, অনেক হইছে আর চাই না তগো এই দেশে। অনেক করেছিস, ভাসিয়েছিস দেশকে উন্নয়নের জোয়ারে। এত উন্নয়ন করেছিস যে বিদুৎ আর এখন যায় না কেবল একটু পর পর আসে। পরীক্ষাতো হচ্ছে না আর আমি হয়ে যাচ্ছি বুড়ো, কবে করব বিয়ে সাদী কবে কারো হাত ধরে হাটব সব কিছুই বার বার করে তুলছে আমাকে আজ অশান্ত। মাথায় আজ আর আসছে না কিছু একটাই শুধু বার বার ভাসছে কবে হবে পরীক্ষা, কবে পাব এই দেশের বাজে শিক্ষা ব্যবস্থা থেকে মুক্তি। আশায় আশায় আছি বসে কবে হবে পরীক্ষা তবু যে হচ্ছে না পরীক্ষা আর আমি হয়ে যাচ্ছি বুড়ো। এই নষ্ট রাজনীতির ঘোরে পড়ে হচ্ছে দেশের সব নষ্ট। সহায় সম্পত্তি থেকে বাদ যায় নি কিছুই, সবশেষে নষ্ট হয়ে যাচ্ছে সাধারণ মানুষও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।