যখন আমি হবো শুধুই স্মৃতি, আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গুলো সবার সামনে আমাকে আরো স্মৃতিময় করে তুলবে। অনুচ্চারিত শব্দ,
আমার কান শোনেনা সেই সব অসঙ্গতি,
জীবনের যে বাকগুলো তৈরি আমি করেছি,
খেলা করেছি তাদের নিয়ে।
দীর্ঘশ্বাস ফেলেছি নিঃশব্দের পূর্ণতার মতো
গলাঃধকরণ করেছি ভালবাসার আবেগময়তাকে
মোহমুক্তির সাথে আমি পূর্ণ হয়েছি।
একজন বাবা মাকে ফেলে বিদায় নিয়েছে।
একটি শিশুকে
তার সন্তানদের,
একা করে, সম্পূর্ন একা।
প্রেমিকরা আকাশে, তারা এলোমেলো করে দেয় আমার চুলকে।
তাদের হাসি আমাকে চাবুকের মতো বিদ্ধ করে
অসম্পূর্ণ হৃদয়ে
এসব অতীতের আলাপন
এখন বর্তমান
কিন্তু কেন?
কেন?
আমার চোখে সূর্যের ঝলকানি
যেভাবে চাদের ধুলোগুলো চকচক করে
আলোকে প্রতিফলিত করে দেয়
আমি দাড়িয়ে থাকি দৃপ্তপদে
দৃঢ়তার সাথে
আকীর্ণ দৃঢ়তায়
টোকাইয়ের একমুঠো অন্নের মতো করে
খুজে পাই আমার বাড়ির পথ
কঠিনতর।
কখোনো বৃষ্টি হয়না যখন তুমি একে কামনা করো।
কখনো আমি একা ঘুমাতে যাই না।
সত্য সব, কঠিন অভিজ্ঞতার দ্বারা
আমি আবৃত
এভাবেই দিন কেটে যাচ্ছে,
পবিত্রতা আমাকে শ্বাস দিচ্ছে,
অহংকারি ফুসফুসের মাধ্যমে
কৃত্রিমতায় ভরা হৃদয় দিয়ে।
কিন্তু আমি পূর্ণ
সম্পূর্ণ। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।