আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রকাশিত কবিতা

মনটা আমার ঠিকানাহীন পাখির মত আপন নীড় খুজে ফিরছে এখন যেখানে চাওয়া পাওয়ার প্রতারণা নেই নেই বড় অসময়ে হারিয়ে যাওয়া যেখানে স্বার্থপরতার হীন সংঘাত নেই নেই যেখানে ফাঁকি দিয়ে হারিয়ে যাওয়া এমন! ওগো! তুমি তো জানো হাঁসি দিয়ে ঢেকে রাখি প্রতিদিন প্রতিক্ষন আমার নয়নের বিষন্ন নীর আমার আকাশের সব তারা ডুবে গেছে সব চাঁদ-সব নক্ষত্র-সূর্য্য-হীরার কুঁচির মত সব আলো ঝলমল সুখের সূদীর্ঘ স্বপ্নের ছায়াপথ- হারিয়ে গেছে সব বেদনার অন্ধকারে। এখন কবে আসবে বলো- আমার এ পোড়া চোখে অচেতন শান্তির ঘুম হাজারো শব্দের নির্মম চিৎকারেও ভাঙবেনা কোনদিন এমন আয়েশী সেই শান্তির ঘুম! ওগো আমার সন্ধ্যাকাশের শুকতারা! আমি ডুবে যেতে চাই নিবিড় করে একান্তভাবে তোমার কাছে সেই সুপ্তির মহাকাশে! আমি এবার নিরবে হারিয়ে যেতে চাই নিথর পাথরের মত আমার এ ছোট্ট পৃথিবী হতে আর রেখে যেতে চাই তোমার আমার মিলন বাসরের স্মৃতির ফলগুলো এক এক করে ফুটিয়ে যেতে। ***অফিসের জরুরী কিছু পেপার্স পাওয়া যাচ্ছিল না, ঘাটতে ঘাটতে আম্মুর পুরানো ডায়েরীর মধ্যে পেলাম লেখাটা। তারিখ দেখে বুঝলাম আব্বু মারা যাবার সপ্তাহখানেক পরে লিখেছিলো। আম্মুর অনুমতি না নিয়েই প্রকাশ করলাম, ঠিক করলাম কিনা জানিনা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।