আমি একজন বদ্ধ পাগল ! স্তব্ধ ! ভালোবাসা আমার নির্বাক ভালোবাসা আমার আমার দেহ আজ অবিকৃত আমার মন আজ দি-খন্ডিত ! শহরের চারদেয়ালের বদ্ধ ভালোবাসা ? না, সে তো আমার নয় , আমি তো একদম সাদামাটা । থই থই পানিতে কচুরী ফুল যেমন মুক্ত আনন্দে ভেসে বেড়ায়, তেমন ভালোবাসা আমার। ঝিরি ঝিরি বৃষ্টিতে ভেজা ঘাসফুল যেমন তেমন ভালোবাসা আমার । তবে কেন আজ আমি বিদীর্ণ নিলিমা হয়ে সবার মাঝে বেঁচে আছি ? আমার ভালোবাসার কথায় অপবিত্রতা ? কোথায় ঔদ্ধত্য ? কোথায় নিষেধ ? এ কেমন ভালোবাসা দিয়ে ঈশ্বর আমায় সৃষ্টি করেছেন ? যদি জানতাম, তবে হতাম খানিক পরিতৃপ্ত ! তাতেই যদি কিছু সুখ পেতাম ; সময় হল অনেক, বলা হল না কিছুই, রয়ে গেল সব্ই আমার অপ্রকাশিত !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।