আমাদের কথা খুঁজে নিন

   

ডাক্তার ভাইদের কাছে এবং গেংগেইন রোগ সম্পনে যারা জানেন পরামর্শ চাই (ডাইবেটিস থেকে সমস্যা)

প্রযুক্তি আরো সহজ ভাবে জানতে চাই ডাক্তার ভাইদের কাছে এবং গেংগেইন রোগ সম্পনে যারা জানেন বা পরিচিত কাউকে দেখেছেন তাদের কাছে সাহায্য বা পরামর্শ চাই আমি আমার বাবাকে নিয়ে দুই মাস যাবত খুব টেনশনে আছি। আমার বাবার ডাইবেটিস থেকে হঠাৎ করে পায়ের বৃদ্ধা আঙ্গুলে হালকা ফুরা উঠেছিল, তারপর আমাদের এলাকার ডাক্তার এর কাছে ১০ /১২ দিনের মত চিকিৎসা করি , কিন্তু ফুরা ভাল হয় নি। পরে ঢাকাতে এনে মিরপুর ডাইবেটিস হাসপাতাল ( ফুটকেয়ার) দেখাই। সেখানে বলে গেংগেইন হয়ছে। শুধু বৃদ্ধা আঙ্গুলের সামনে একটু কালো ঘা থেকে এত সমস্যা।

তার পর পুপলারে রক্তের ডুপলার টেষ্ট করাই সেখানে ৬০% রক্ত সঞ্জালন করে যা বিপোটে আসে। ফুটকেয়ার হাসপাতালে ডাক্তার রিপোট দেখার আমার বাবার পা হাটু পযন্ত কাটতে বলে। আমরা সবাই ভয় পায়ে যায়। আমার বাবা পেরালাইস এবং হাটের রোগী একবার হাট ষ্টক করছে। আমরা সেখানে থেকে দের মাস আগে বাবাকে পা না কেটে এনে পড়ি এবং রক্ত সঞ্জালনের বৃদ্ধির জন্য চিকি্ৎসা শুধু করি ও পা ঘা টুকু ডাক্তার মাধ্যমে নখের উপরে অংশ ফেলে দেই।

আজ প্রায় ২ মাস যাবত আমার বাবা কষ্ট করতেছে, প্রতিদিন ডাক্তার এসে পা ডেসিং করে দিয়ে যায়। ঘা টা উপরের অংশ কাচা আছে। ঘা টা দিন দিন শুকিয়ে যাইতেছে। আমাকে ডাক্তার ভাইয়া বা যারা এ্ই গেংগিন রোগ সম্পকে জ্ঞাত দয়া করে এটুকু সাহায্য করবেন যে আমরা আমার বাবাকে পা টা এভাবে বাচাতে পারব কি। আমার বাবার জন্য দোয়া করবেন, যেন তারাতারি বাবা ভাল হয়ে বাড়িতে চলে যেতে পারি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.