আমাদের কথা খুঁজে নিন

   

মুসলিমদের উচিত এই সব হিন্দুদের ধন্যবাদ জানানো

সবাইকে আমার নিজস্ব ব্লগ ভিজিট করার আমন্ত্রন রইলঃ www.islameraalo.wordpress.com ‘মুসলিমদের উচিত এই সব হিন্দুদের ধন্যবাদ জানানো’ এই শিরোনামে আজকের কলমে একটি লেখা ছেপেছে। লেখাটি সঈদ যুবাইর আহমাদের, অনুবাদ করেছেন এডউইন আসীমকুমার বালা। লেখাটা পড়ে খুব ভালোও লাগল। ভালো এই জন্য লাগল যে বি.জে.পি, আর.এস.এস –এর মতো মুসলিম বিদ্বেসী দল যেমন ভারতে আছে তেমনই লক্ষ লক্ষ এমন হিন্দু ভাইও আছে যারা মুসলিমদের জন্য লড়ে চলেছেন। আবার খারাপ লেগেছে এইজন্য যে এই সব লোকেদের সাথে মুসলিমরা কাধে কাধ মেলায়নি বা এদের আন্দোলনে তেমনভাবে সামিল হয়নি।

প্রথমেই লেখক মুসলিমদের সমালোচনা করে বলেছেন মুসলিমদের উপর অত্যাচার দেখেও মুসলিমরা চুপ থাকে, বড় কোন আন্দোলনে নামেনা। সংগ্রাম না করে গণতন্ত্রে কিছুই পাওয়া যায়না একথা তারা বুঝতে পারেনা। লেখক আরো বলেছেন, আফগানিস্থান, ইরাকে যখন হামলা হয় তখন মুসলিমরা বসে বসে আগুন তাপ ছিল অথচ আমেরিকার বিভিন্ন শহরে, ব্রিটেনে, প্যারিসে হাজার হাজার অমুসলিমরা রাস্তায় নেমেছিল। ইরাক হামলার সময় তো রাজনীতিবিদ, অভিনেতা, সাংবাদিক, সাহিত্যিক সকলেই রাস্তায় নেমেছিলেন। এই লেখায় খুব সুন্দর একটা প্রশ্ন তুলেছেন, ভারতের মুসলিম সম্প্রদায়ের উপর যে ধরনের নির্যাতন ও অন্যায় অবিচার চলছে তার বিরুদ্ধে তীব্র লড়াই করছে কারা? মুসলিম রাজনীতিক, মুসলিম মানবাধিকারকর্মী, মুসলিম পুলিশ অফিসার, মুসলিম সাংবাদিক, মুসলিম লেখক বা ধর্মীয় সংগঠন গুলি? আজ্ঞে নাহ।

মুসলিমদের বিরুদ্ধে এসব নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে লড়ছে আমাদের হিন্দু ভাই বোনেরা, হিন্দু রাজনীতিবিদ, হিন্দু মানবাধিকারকর্মী, হিন্দু পুলিশ অফিসার, হিন্দু আইনজীবি, হিন্দু সাংবাদিক-লেখকরাই মুসলিমদের হয়ে অক্লান্ত লড়াই করে চলেছে। লেখক বেশ কয়েকজন উল্লেখযোগ্য কর্মীর নামও উল্লেখ করেছেন লেখায়। বর্তমানে ভারতে মুসলিমদের সব চেয়ে বড় সমস্যা হল সন্ত্রাসবাদী সন্দেহে গ্রেফতার ও বিনা বিচারে ৮-১০ বছর জেল। এই অবিচারের বিরুদ্ধে বিশাল প্রতিরোধ গরে তুলেছেন বেশ কিছু হিন্দু ভাই বোনেরা। এর মধ্যে ‘গুলেইল’ ও ‘রিহাই মঞ্চ’ উল্লেখযোগ্য।

আর দুঃখের বিষয় হল এই আন্দোলন গুলোতে মুসলিমদের পক্ষে তেমন সাড়া মিলছেনা। গত এক মাস ধরে রিহাই মঞ্চের সাথে জড়িত ভাই বোনেরা উত্তর প্রদেশের লখনৌর রাস্তায় অনিদির্ষ্টকালের জন্য ধর্ণায় বস আছেন। তাদের দাবি তিনটি, ১. খালিদ মুজাহিদের গ্রেফতার ও তাকে হত্যা করার অপরাধে অভিযুক্ত দোষী পুলিশ অফিসারদের গ্রেফতার করা। ২. আর.ডি নিমেশ কমিশনের প্রস্তাবিত রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা। ৩. সন্ত্রাসী কান্ডের মিথ্যা অভিযোগে ধৃত মুসলিম যুবকদের মুক্তি।

লজ্জার ব্যপার হল দু-একটি মুসলিম সংগঠন এবং তিন-চার জন মুসলিম ব্যক্তিত্ব ছাড়া মুসলিম সমাজের কোন পরিচিত নেতাই সামিল হোননি এই ধর্ণায়। মুসলিমদের অবস্থা দেখে আমার নচিকেতার ‘মধ্যবিত্ত’ গানটির কথা মনে পড়ে যাচ্ছে। ভাবটা এমন, কেউ মরছে মরুক আমি ভালো থাকলেই হল, অথচ সে যে কিছুদিন পরে মরবে আর তখন সবাই দেখবে তা সে বুঝতে পারেনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.