তুমি নাস্তিক হতেই পারো। কিন্তু তুমি ইসলামকে আক্রমণ করে কথা বলতে পারো না। তুমি মুসলিমদের নবী (স) কে অশ্লিল ভাষায় গালমন্দ করতে পারো না। আবার তুমি নিজেকে মুসলিম পরিচয় দিয়ে খুন-খারাপি, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে পারো না।
আমি একটি জিনিস লক্ষ্য করে আশ্চর্যিত হয় এই দেখে যে যারা নাস্তিক তারা বেশিরভাগ ক্ষেত্রে ইসলামকেই কটাক্ষ করে জঘন্য কু-ভাষায়।
সত্যিই অদ্ভূত।
আজ মুসলিমদের ভিতরে অনেক গ্রুপ দেখা যাচ্ছে। যারা সবাই বলতে চাচ্ছে যে তারাই ইমানদার এবং তারাই শ্রেষ্ঠ মুসলিম। কিন্তু ইসলামতো মুসলিমদের মাঝে গ্রুপ বা বিভাজনকে বিশ্বাস করে না। আবার একটা গ্রুপকে দেখা যাচ্ছে নাস্তিক হত্যাকান্ড সহ বিভিন্ন রাজনৈতিক সুবিধা ভোগের তাগিদের বিশৃঙ্খল পরিবশে সৃষ্টি হওয়ার মতো কাজে লিপ্ত।
কিন্তু আমাদের ইসলামতো এই শিক্ষা দেয় না। ইসলাম চাই শান্তি। এবং নবী (স) নিজেই বলেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। যারা নবীজিকে অত্যাচার করেছিলেন, প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েও নবীজি (স) ক্ষমার মাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছিলেন। তাই যারা বলেন আমরা নবী (স) এর অনুসারী কিন্তু যারা ইসলাম বিরোধী বা নাস্তিক তাদেরকে হত্যা করি।
তারা কখনই প্রকৃত মুসলিম নয়।
সবশেষে বলতে চাই, তুমি নাস্তিক হতেই পারো এবং সুন্দর ভাষায় যুক্তি দিয়ে ধর্মকে সমালোনা করতে পারো কিন্তু তুমি কখনই অশ্লিল ভাষায় ইসলামের উপর আক্রমন করতে পারো না। আবার তুমি যদি একজন খাঁটি মুসলিম হিসেবে নিজেকে দাবি করো তাহলে কখনই হত্যা, রাহাজানি, লুণ্ঠন ইত্যাদি যে কাজগুলো ইসলামবিরোধী তা ঘটাতে পারো না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।