আমাদের কথা খুঁজে নিন

   

মুসলিমদের আমেরিকা আবিস্কার কলম্বাসেরও ৬০৩ বছর আগে!



দূর্ভাগ্যজনকভাবে সারা বিশ্বে একটি Myth প্রচলিত যে মুসলিমরা আমেরিকাতে [যুক্তরাষ্ট্র] বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকের পরে এসেছে! এই Myth প্রায় সব অমুসলিম ও বেশিরভাগ মুসলিমরই বিশ্বাস, কিন্তু বাস্তবতা সেটা থেকে পুরোপুরিই ভিন্ন!! বাস্তবতা হল আমরা মুসলিমরা আমেরিকাতে অনেক আগে থেকেই ছিলাম, আমরা ইউরোপীয়ানদেরও ৬০৩ বছর আগেই আমেরিকাতে এসেছিলাম!!! [জানি তথ্যটি হজম করতে সমস্যা হচ্ছে তাই পুরো লেখাটা পড়লে মনে হয় হজমে সুবিধা হবে, ইন-শা-আল্লাহ আশা করি বদ হজম হবে না!] আমরা মুসলিমরা, আমেরিকাতে বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকের অনেক আগেই ছিলাম। উনবিংশ শতাব্দীর শেষ পঞ্চাশোর্ধে আমরা মুসলিমরা ‘Cowboy & Indian’-দের সাথে আমেরিকান ওয়াইল্ড ওয়েস্টদের শান্ত ও স্থির হতে সহায়তা করি। আমরা মুসলিমরা ১৮৬১-১৮৬৫ পর্যন্ত আমেরিকার গৃহযুদ্ধের সময় আমেরিকান ইউনিয়ন রক্ষার্থে যুদ্ধ করেছিলাম। আমরা মুসলিমরা ১৮১২ সালে অস্ত্র হাতে আমেরিকার উপকূলীয় অঞ্চল বৃটিশদের আক্রমণের হাত থেকে রক্ষার্থে প্রস্তুত ছিলাম। আমরা মুসলিমরা আমেরিকার স্বাধীনতা ও বিপ্লবের সময় বৃটিশদের বিরুদ্ধে ১৭৭৬ সাল থেকে যে যুদ্ধ শুরু হয় সেটাতে অংশ নিয়েছিলাম। আমরা মুসলিমরা, যুক্তরাষ্ট্র হওয়ার আগে [১৭৭৬ এর পূর্বে] আমেরিকার দক্ষিণের [আমেরিক তখন দুইটা অংশে বিভক্ত ছিল উত্তর ও দক্ষিন] কৃষির ভিত্তি স্থাপন করি। আমরা মুসলিমরা ষোড়শ শতাব্দীতে Spanish Conquistador [Spanish Conqueror]-দের সাথে আমেরিকাতে অভিযান [Exploration] চালায়। আমরা মুসলিমরা ১৪৯২ সালে যখন কলম্বাস কথিত আমেরিকা ‘আবিষ্কার’ করে তখন আমরা তার সাথেই ছিলাম! আর হ্যাঁ অবশ্যই, আমরা মুসলিমরা, কলম্বাস জন্মানোর বহু আগেই আমেরিকাতে ছিলাম!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.