দূর্ভাগ্যজনকভাবে সারা বিশ্বে একটি Myth প্রচলিত যে মুসলিমরা আমেরিকাতে [যুক্তরাষ্ট্র] বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকের পরে এসেছে! এই Myth প্রায় সব অমুসলিম ও বেশিরভাগ মুসলিমরই বিশ্বাস, কিন্তু বাস্তবতা সেটা থেকে পুরোপুরিই ভিন্ন!! বাস্তবতা হল আমরা মুসলিমরা আমেরিকাতে অনেক আগে থেকেই ছিলাম, আমরা ইউরোপীয়ানদেরও ৬০৩ বছর আগেই আমেরিকাতে এসেছিলাম!!!
[জানি তথ্যটি হজম করতে সমস্যা হচ্ছে তাই পুরো লেখাটা পড়লে মনে হয় হজমে সুবিধা হবে, ইন-শা-আল্লাহ আশা করি বদ হজম হবে না!]
আমরা মুসলিমরা, আমেরিকাতে বিংশ শতাব্দীর পঞ্চাশের দশকের অনেক আগেই ছিলাম। উনবিংশ শতাব্দীর শেষ পঞ্চাশোর্ধে আমরা মুসলিমরা ‘Cowboy & Indian’-দের সাথে আমেরিকান ওয়াইল্ড ওয়েস্টদের শান্ত ও স্থির হতে সহায়তা করি। আমরা মুসলিমরা ১৮৬১-১৮৬৫ পর্যন্ত আমেরিকার গৃহযুদ্ধের সময় আমেরিকান ইউনিয়ন রক্ষার্থে যুদ্ধ করেছিলাম। আমরা মুসলিমরা ১৮১২ সালে অস্ত্র হাতে আমেরিকার উপকূলীয় অঞ্চল বৃটিশদের আক্রমণের হাত থেকে রক্ষার্থে প্রস্তুত ছিলাম। আমরা মুসলিমরা আমেরিকার স্বাধীনতা ও বিপ্লবের সময় বৃটিশদের বিরুদ্ধে ১৭৭৬ সাল থেকে যে যুদ্ধ শুরু হয় সেটাতে অংশ নিয়েছিলাম। আমরা মুসলিমরা, যুক্তরাষ্ট্র হওয়ার আগে [১৭৭৬ এর পূর্বে] আমেরিকার দক্ষিণের [আমেরিক তখন দুইটা অংশে বিভক্ত ছিল উত্তর ও দক্ষিন] কৃষির ভিত্তি স্থাপন করি। আমরা মুসলিমরা ষোড়শ শতাব্দীতে Spanish Conquistador [Spanish Conqueror]-দের সাথে আমেরিকাতে অভিযান [Exploration] চালায়। আমরা মুসলিমরা ১৪৯২ সালে যখন কলম্বাস কথিত আমেরিকা ‘আবিষ্কার’ করে তখন আমরা তার সাথেই ছিলাম! আর হ্যাঁ অবশ্যই, আমরা মুসলিমরা, কলম্বাস জন্মানোর বহু আগেই আমেরিকাতে ছিলাম!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।