নিউ ইয়র্কে ট্রেনের সামনে এক ভারতীয় অভিবাসীকে ধাক্কা দিয়ে হত্যা করেছেন যুক্তরাষ্ট্রের এক নারী। স্বীকারোক্তিতে ওই নারী বলেছেন, টুইন টাওয়ার হামলায় পুষে রাখা ক্ষোভের কারণে বৃহস্পতিবার তিনি এ হত্যাকাণ্ড ঘটান। নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট এটর্নি জানিয়েছেন, এরিকা মেনেনদেজ (৩১) নামের ওই নারী পুলিশের কাছে সুনন্দ সেন (৪৬) নামের এক ব্যক্তিকে রেল লাইনে ধাক্কা দেয়ার কথা স্বীকার করে বলেছেন, আমি হিন্দু ও মুসলিমদের ঘৃণা করি। হত্যার অভিযোগে শনিবার মেনেনদেজকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিউ ইয়র্কের আইনজীবীরা জানিয়েছেন। ঘটনার শিকার কলকাতার অধিবাসী সুনন্দ সেন (৪৬) ১৯৯০ সালে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে সেখানেই অভিবাসী হিসেবে থেকে গিযেছিলেন।
তিনি অবিবাহিত এবং যুক্তরাষ্ট্রে তার কোন আত্মীয়-স্বজন নেই। গ্রাফিক নকশার ওপর পড়াশোনা করা সুনন্দ নিউ ইয়র্কের ম্যানহাটনে সমপ্রতি প্রিন্টিং ব্যবসা শুরু করেছিলেন। স্থানীয় সময় রোববার সকালে মেনেনেদেজকে বিচারের জন্য আদালতে হাজির করা হবে। দোষী প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতে পারে। আইনজীবীদের মতে, ঘৃণার বশবর্তী হয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে থাকলে তার সাজার মেয়াদ ১৫ বছর থেকে বেড়ে ২০ বছর হতে পারে ।
সূএ:- মানবজমিন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।