জেগে জেগেই স্বপ্ন দেখি বা দেখার চেষ্টা করি কেননা ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্নও যদি ভেঙ্গে যায় বা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন যদি মনে না থাকে !!! তাহলে যে নিজেকে একেবারেই হারিয়ে ফেলব আর স্বপ্ন ও কোনদিন-ই বাস্তবে রুপ দিতে পারব না !!! -Tauhidul Islam তানিন হৃদ্যতাকে সাথি করে,
ছুটছি অপার পথে ।
স্বপ্নটাকে বুকে ধরে,
ছুটছি বিকেল, রাত্রি, প্রাতেঃ ।
কেউ কি হবে সাথি বলো !
ছুটছি একাকী, অনন্ত পথে ।
আর কত অপেক্ষা করব বলো !
তারই পথ পানে চেয়ে থেকে ?
দাওনা তুমি একটু দেখা,
লাগেনা কি মায়া !?
নিশি-জাগরনে দেখি শুধু,
কল্পিত ঐ মুখঃ ছায়া ।
এসো এসো, মনের ঘরে,
করবে রাজ্য শাসন ।
পাবে সবই; উজির-নাজীর,
করতে ক্লান্তি প্রশমন ।
এখনো কি দিবে না সাড়া !
আসতে হয়ে সাথী ।
এখনো কি চুপ থাকবে বলো !
জ্বালতে ঐ রঙিন বাতি ?
কেমন করে করব নিমন্ত্রন,
নাই যে মোর জানা !
আসো আসো ছুটে আসো,
বন্ধ করে স্বপ্ন বোনা ।
করব করব, দিন পার দুজনে,
অগভীর পদ্মজলে ভাসি ।
আনব সেঁচে মুক্তোখনি,
তুমি-আমি পাশাপাশি ।
___________________________________________________
রচনাকালঃ ০২.০৪.২০১৩ ইং ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।