আমাদের কথা খুঁজে নিন

   

নিমন্ত্রণ



মেঘের সাইরেনে আক্রান্ত বিষণ্ণ আকাশটাতে ধুঁয়ে মুছে ভীষণ নীল ছড়িয়ে গেছে বৃষ্টি, আমি লেকের পাড়ে পা ভিজিয়েছি, বসে বসে জলে ভাসা আকাশের নীলে পা ডুবোব বলে! আসবে না তুমি? এত নীল-এর মাখামাখি! আসবে না তুমি? ঐ লেকের পাড়ে... জোছনার জ্বরে কাঁপতে থাকা শহরটার গলি ঘুরতে ঘুরতে ইট ছুঁড়ে ভেঙে দেব সোডিয়াম লাইট, আসবে না তুমি? ভাংচুর কাঁচের টুকরোয় চাঁদের আলোর গড়াগড়ি! আসবে না? বলো... ঐ চেনা পথের মোড়ে... ভোরের শিশিরে ভেজা পথে পিছলা খেয়ে পড়ে যাবো, তোমার বাড়ির টিনের চাঁতালে উঠে শিউলি কুড়োব, ভাসিয়ে দেব আগন্তুক জলে, মেতে উঠবো সূর্যস্নানে। তুমি থাকবে তো? প্রকৃ্তিকে নৈবদ্য করে পূজোয় মাতবো... থাকবে তো সাথে? আঁচল পেতে নেবে তো এ ছোট্ট নিমন্ত্রণ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।