আমাদের কথা খুঁজে নিন

   

তামিমের অপমানের প্রতিশোধ দাদার গালে চপোটাঘাত দিয়ে নিলো সাকিব

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ... কয়েকদিন আগে একজন প্রথম আলোর চিঠিপত্র কলামে যুক্তিখন্ড দেখিয়ে বুঝিয়ে দিলো সৌরভ গাঙ্গুলীকে বাংলাদেশের কোচ করা হোক। অথচ এই বুড়ো ভীম, ব্যাট ধরলে হাত কাঁপে তাও ক্রিকেট ছাড়েনা। নাইট রাইডার্সে পাত্তা না পেয়ে গেছে পুনেতে। এরা তামিমের মর্যাদা বোঝে নাই। পুনে ম্যানেজমেন্ট ১৬ টা ম্যাচ খেললো একটাতেও নিলোনা তামিমকে।

তামিম কিসে কম ছিলো জলহস্তি রাইডারের চেয়ে? মনে হচ্ছে ম্যাচগুলো জিতে ভাসায় দিছে। আলু করছে। কি সম্মানটাই না পেত সৌরভ। এখন সামনে পাইলে জুতাপেটা করবে ওর ভুলের জন্য। তামিম ক্ষমা করলেও আমরা একে ক্ষমা করবোনা।

হায়রে হারামজাদা। পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে, আমি আর কিছু বলতে পারছিনা। আপনাদের যা ইচ্ছে বলুন কেউ বাধা দিবেনা। এ কথা স্পষ্ট যে তামিম কে শুধু মাত্র মানসিক ভাবে পঙ্গু করার জন্য আইপিএল এ নেয়া হয়েছে। [বিঃদ্রঃ সৌরভ ই টিম সাজাতো।

এটা আনন্দবাজার পত্রীকায় আসছিলো। সুতরাং সৌরভকে সাধু বানানোর সুযোগ নাই। ] ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।