রোববার (বাংলাদেশ সময় সোমবার) ঘরের মাঠ প্রোভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৬ রান করে গায়ানা। সর্বোচ্চ ৩৮ রান লেন্ডল সিমন্সের। ২৯ রানে অপরাজিত থাকেন ক্রিস্টোফার বার্নওয়েল।
২৩ রানে ৩ উইকেট নিয়ে সেন্ট লুসিয়ার সেরা বোলার শেন শিলিংফোর্ড।
জবাবে ম্যাচ সেরা মিসবাহ-উল-হকের অপরাজিত ৪৯ রানের সুবাদে ১৯ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সেন্ট লুসিয়া।
ডেভন স্মিথ ২৪ ও আন্দ্রে ফ্লেচার ২৩ রান করলেও দলের জয়ে বড় অবদান ড্যারেন স্যামির (৯ বলে অপরাজিত ২১)।
সেন্ট লুসিয়ার জয়ে তেমন কোনো ভূমিকা নেই উদ্বোধনী ব্যাটসম্যান তামিমের। ৮ বল খেলে বিরাসামি পারমলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ৬ রান করেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।