আমাদের কথা খুঁজে নিন

   

নিশাত মজুমদার প্রথমে এভারেষ্টে উঠলো ক্যামনে? তার নামে মামলা দেওয়া হউক।

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। আইজক্যা বাংলাদেশের ইতিহাসে নাকি একটা বিরাট দিন। কুতাকার কুন নিশাত মজুমদার নাকি মাউন্ট এভারেষ্টে প্রথম মহিলা বিজয়ী। আমি এইডা মানি না। এইডা তো আমার প্রিয় নেত্রী দেশের গন্ডা গন্ডা ডক্টরেট ডিগ্রীধারী, গনতন্ত্রের একমাত্র মানস কইন্যা, নুবেল প্রাইজ ফসকাইয়া যাওয়া শেক হাসিনার এভারেষ্টে উঠার কতা। উনি বিরোধীদল, পদ্মা সেতু, নতুন এয়ারপোর্ট, গুম, মামলা ইত্যাদি লইয়া ব্যাস্ত থাকার ফাকে ,কুনখানের নিশাত চুরি কইয়্যা এভারেষ্টে উইঠ্যা গেছেন। আমি নিশাতের বিচার চাই, তার নামে যুদ্ম অপরাধের মামলা দেওয়া হউক! তার রিমান্ড চাই। নইলে লাঠি, বৈঠা নিয়া অসহযোগ আন্দেলনের ডাক দেওয়া হইবেক!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.