জীবন আসলে চিল্লাপাল্লা ছাড়া কিছুই না। সেটাই করতে চাই, মনের সুখে, ইচ্ছা মতন। সামু কর্তৃপক্ষ ছাড়া সকলকে অসংখ্য ধন্যবাদ। কয়েক দিন আগে সাহায্য/সহযোগিতার আবেদন জানিয়ে একটা পোস্ট করেছিলাম। এর পর মাননীয় মডারেটর ও জানা আপ্পুকে কয়েক দফা অনুরুধ করেছিলাম পোস্ট টি স্টিকি করার জন্য, বলা বাহুল্য কারো কানেই পৌছাতে পাড়লাম না।
আর আমি কোনও জনপ্রিয় ব্লগারও না যে নিজে নিজেই সবার কাছে পৌছাতে পারব।
কিন্তু যাদের কাছে পৌঁছান দরকার তাঁদের কাছে পৌছাতে পেরেছিলাম। যার ফলাফল হচ্ছে, মুন্নি ভাবীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ (৩২০০০ ডলার) এর মধ্যে যোগার হয়ে গেছে প্রায়। তাই আপাতত আর কোন আর্থিক সাহায্য পাঠানোর দরকার নেই। এখন দরকার শুধু সবার দুয়া, যাতে বাকি ধাপ গুলোও ভালভাবে পাড়ি দেয়া যায়।
যারা যারা আর্থিক সাহায্য পাঠিয়েছেন অথবা দুয়া করেছেন তাদের কাছে অশেষ কৃতজ্ঞতা রইল। নিচে ইমরান স্যার থেকে পাওয়া রিসেন্ট মেসেজটা হুবহু তুলে দিলাম।
Dear all,
As you know that, today morning, we visited to Prof. BC McCaughan with new CT scan report, he told to remove that soon. Moreover, he suggested another surgeon (dealing with lever) during operation (which was not included in the quote) as the tumour compressed her lever also. He told that if any complication would be found in lever, the specialist lever surgeon could handle that. Hopefully, the doctor panel will decide to go for the operation on next week.
By the help of almighty Allah and your tremendous support, a total of nearly $32,375 has been collected for the operation. We have overcome out initial target. We never think to meet this apex without your contribution followed by the permission of Allah. We do are grateful to Allah who probably directs you to help us. So, we do not need any more donations now. The all we need now is your praying for successful operation.
We really are overwhelmed to have such tangible support. Now we’ve realized as well as learned what humanity is.
Finally, pray for us to overcome this situation soon. I’ll send possible update of the upcoming operation.
Thankfully
Md. Imran Kabir
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।