কিছু দেশ দেখার সুযোগ হয়েছে এই জীবনে। ভ্রমণ আমার ভাল লাগে্ তাই সবার মাঝে তা জানাতে চাই। সবার উপরে ভালোবাসি বাংলাদেশ । ধন্যবাদ
মেঠো পথে বিল পেরিয়ে
অনেক দুরের গ্রাম
থাকে মানুষ সুখে দুখে
সুন্দরাইল নাম।
গ্রামের পাশেই মাঠে মাঠে
সোনার ফসল ফলে
মিলে মিশে জীবন চলে
ঝড় বৃষ্টি জলে ।
দিগন্ততে সূর্য উঠে
সূর্য ডুবে যায়
গ্রামের মানুষ রাতের বেলা
চাঁদের আলো পায়।
আশরন্দ বাজার থেকে
হাটবারে গিয়ে
বাড়ি ফেরে গ্রামের মানুষ
সওদাপাতি নিয়ে।
একটু দুরেই কান্দিবাটি
ভারতের ছোট গ্রাম
কালীপুর, হরিপারা
আরও কত নাম।
গৌরিপুর, জবাই গ্রাম
আছে আশে পাশে
রসুলপুর গ্রাম খানা
আছে তাদের কাছে।
গ্রামের মানুষ কাজে পটু
ঘাম ঝরিয়ে যায়
মাঠে মাঠে সোনার ফসল
বিনিময়ে পায়।
উঁচু নিচু ধাপে ধাপে
জমিগুলোর বুকে
নানান ভাবে সেচ দিয়ে
থাকে তারা সুখে।
গ্রামকে আমি ভালবাসি
গ্রামের ভাল চাই
গ্রামের চেয়ে ভাল আবাস
সোনার দেশে নাই। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।