সব ই মায়া, মায়ার বেড়া জালে আমরা জড়িয়ে আছি আষ্টে পিষ্টে। মুক্তি নেই.........
মানবজমিন ডেস্ক: তুরস্কে একটি মৃত পরিযায়ী পাখি নিয়ে তোলপাড় চলছে। এর কারণ, পাখিটির গায়ে ‘ইসরাইল’ লেখা একটি রিং পরানো রয়েছে। এ নিয়ে গাজিয়ান্তেপ শহরের একটি গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, এ পাখিটির মাধ্যমে ইসরাইল তুরস্কের ভিতরে গোয়েন্দাগিরি করছে।
তবে প্রশাসন থেকে অভয় দেয়া হয়েছে। বলা হয়েছে, এতে কোন ভয় পাওয়ার মতো কিছু নেই। পাখিটি মৌমাছি খায়। এর নাকের ছিদ্র অনেকটা বড়। ফলে অনেকে ধারণা করতে থাকেন, এর নাকের ভিতর মাইক্রোচিপ বসিয়ে দিয়েছে ইসরাইল।
এমন সন্দেহ হওয়ার পর তারা খবর দেয় পুলিশে। প্রশাসন পাখিটিকে পরীক্ষা করার পর বলেছে, পরিযায়ী পাখিদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য তাদের দেহে রিং পরানো হয়ে থাকে। এর ফলে আতঙ্ক অনেকটাই কমে এসেছে। সুত্র: ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।