"হরি আছেন পূর্বে, আল্লা আছেন পশ্চিমে, তুমি তোমার হৃদয় খুঁজে দেখ- করিম ও রাম উভয়েই আছেন হৃদয়ে; এ জগতের সমস্ত মানব-মানবীই তাঁর অংশ।" (সন্ত কবীরের গান; তর্জমা রবীন্দ্রনাথ ঠাকুর) (বেসরকারি বিদ্যালয়সমূহের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলনকারী শহিদ শিক্ষক আজিজুর রহমানের পূণ্য স্মৃতির উদ্দেশে) তাঁকে খুন করা হল অমানবিক অমর্যাদায় একবারে নয় প্রতিদিন একটু একটু করে! তারপর একদিন তক্তায় ঠোকা হল অন্তিম পেরেক তিনি মারা গেলেন কোনো ব্যক্তির হাতে নয় সর্বশক্তিমান রাষ্ট্রের হাতে! যেই রাষ্ট্র শিক্ষার নয়, শিক্ষকের নয় যেই রাষ্ট্র কৃষকের নয়, শ্রমিকের নয় যেই রাষ্ট্র নিম্নমধ্যবিত্তের নয়, মধ্যবিত্তের নয় আদতে যেই রাষ্ট্র কোনো মানুষেরই নয়!!! এখন তাঁর জন্য তৈরি হচ্ছে বিবর্ণ পুষ্পমালা এখন তাঁর জন্য তৈরি হচ্ছে কৃত্রিম শোকগাঁথা তাঁর কি সৌভাগ্য! জীবন কাটিয়ে দিয়ে নানাবর্ণ অমর্যাদায় মৃত্যুর পরে পাচ্ছেন রাষ্ট্রীয় মর্যাদা! রাষ্ট্রীয় মর্যাদার এই প্রহসনটুকুর মূল্য কত হে? মানবজীবন???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।