“রাষ্ট্রীয় শিক্ষা”
অনেক অনেক পরে এলাম । কথা দিতে পারছি না যে সবার আমাকে ভালো লাগবে । এটা অসম্ভব । কারো আমাকে খুব ভালো লাগবে এটা বলতে পারি । (আমার যেমন অনেককে খুব ভালো লেগেছে ! মনে হয়েছ বলি “ভাই, বুকে আয়, তোরে “চাইপ্পা” ধরি”) আবার কারো যে আমাকে "জানে মাইরা ফালামু তোরে" ইচ্ছে ও হতে পারে ।
এটাকে আমি স্বাভাবিকই মনে করি । ন্যায় এবং অন্যায় দুটো তো সম্পূর্ণ আলাদা জিনিস । কখনো তো দুটো একসঙ্গে থাকতে পারেনা । যদি থাকে তাহলে বুঝবেন "গড়বড়" আছে । আমি বিশ্বাস করি আমি আছি ন্যায়ের সঙ্গে ।
আর আমি জানি এই বাংলাদেশে এখন অন্তত অর্ধেক মানুষেরই অন্যায়ের সঙ্গে জীবন যাপন । আমি আবার কিন্তু সেই মানুষকে দোষ দেই না ।
আমি দোষ দেই রাষ্ট্রকে । কারন একটা মানুষ (নাগরিক) কি ধ্যান ধারনা নিয়ে বেড়ে উঠবে তার একটা বড় অবদান অথবা দায়িত্ব হল রাষ্ট্রের । রাষ্ট্রের আইন/নিয়ম নীতি/ রাষ্ট্রীয় শিক্ষা এসব ঠিক করে দেয় ।
রাষ্ট্র নির্মাণ করে তার সমাজ ।
কিন্তু আমাদের তো সেই “সৌভাগ্য” “অয় নাই রে বাই” । “আমাগো” শিক্ষা “অইলো” বারো রকমের (FACT)। একদল শহীদ মিনার, “সিরিতিশোধেই” (স্মৃতিসৌধ) শৈশব তো আরেক দল জীবনের কোন বেলাতেই ওমুখো “অয়” নাই । “তাইলে” কেউ যদি “কয়” “স্মৃতিসৌধে ফুল দেয়া হারাম” (জেএমবির নামে মোবাইল ফোনে হুমকি, “দৈনিক সমকাল” ১৭ই ডিসেম্বর ২০০৫), তারে “আফনে” “কেমতে” দোষ “দিতাইন” ?
তো আমাদের রাষ্ট্র সেই সুযোগ এই চল্লিশ বছরে ও “ফায় ন” যে একটা নিয়ম করা দরকার যে দেশের “পইত্তেকটি” (প্রত্যেক) শিশু নাগরিক যাতে বিশেষ দিবসগুলোতে (স্কুলের মাধ্যমে) শহীদ মিনার, “সিরিতিশোধে” একটা ফুল “লইয়া” “পুইষ্প”বেদীতে “অরপন” “কইরবো”।
তাহলে “বুইজ্জেননি”, “মাইনষের” দোষ দেই “অ্যাঁই কেমতে” ? আর তাই আমি ও “মাইন্ড করি না মাইনষে কি কইলো না কইলো” আমি মনে করি এটা তার দুর্ভাগ্য যে মানুষকে “রাষ্ট্রীয় শিক্ষাহীনতা”র জন্য অন্যায়কে সত্য বলে জীবন পার করতে হয় ।
যাই হোক, আমার একটা গানের “মাক্কেটিং কইরতে আইলাম” কিন্তু একটা “লেকচার অইয়া গেল” । আবার কিছু না “কইলে বুইজবানি কেমতে, মুই কিডা”
ভাই ও বন্ধুরা, “youtube” এর একটা লিঙ্ক দিলাম । গানটা শুনে বলবেন কেমন লাগল । “ধইন্নবাদ”
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।