আমাদের কথা খুঁজে নিন

   

অমূল্য ১১৪ টি প্রাণ,এক দিনের মেকি রাষ্ট্রীয় শোক ও কিছু কথা

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন সকালবেলা ঘুম থেকে উঠেই পত্রিকা হাতে নিয়ে দেখলাম যে, আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ও চট্টগ্রামের বহদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার ধসে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক দিবস উপলক্ষে আজ দেশের সব সরকারি-আধাসরকারি কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ছুটি থাকবে সব পোশাক কারখানায়।

এ ছাড়া সারা দেশে সব ধর্মের উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার ব্যবস্থা করা হবে। কিন্তু আজকের দিনটিতে শোক পালন করলেই কি সেই ১১৪ টি(সরকারী হিসাব,বেসরকারি হিসেবে আরো বেশি হবে) প্রাণ ফিরে পাওয়া যাবে,অথবা তাদের স্বজনদের কান্না লাঘব হবে ? শোক পালন করলেই কি বহদ্দারহাটের ওই ফ্লাইওভারটির মতো অন্য কোন ফ্লাইওভার ভেঙ্গে পড়বে না ? ছবি: প্রথম আলো । উত্তরটা হচ্ছে ,হবে না। কখনোই হবে না । এভাবেই এই দেশে অমূল্য প্রাণগুলো ঝরতে থাকবে ।

কারো কোন দায় থাকবে না । লোভী মালিকপক্ষের বিচারও হবে না । অথবা বিচার হবে না দুর্নীতিবাজ সিডিএ চেয়ারম্যানদের,খুনী ঠিকাদারদের। কারণ তারা যে অনেক ক্ষমতাবান । দেশটা দিন দিন মৃত্যুফাঁদ হয়ে যাচ্ছে,এর থেকে পরিত্রাণও পাওয়া যাবে না ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.