http://www.somewhereinblog.net/blog/Paranoid হেরে যাও ববি, তুমি হেরে যাও তবুও হেঁড়ে গলায় গানটা গাও! পকেট হাঁতড়ে দেখ মানিব্যাগ লোপাট উঁইপোকা সাজাচ্ছে তোমার খাঁট! পা মাড়িয়ে চলে যায় সুন্দরী ক্ষিদে আছে, নেই কাবাব-তন্দুরী। তুমি হারবেই, এ শহর তোমার না তুমি পুড়বেই, নেই শীতল ঝরণা তুমি কাঁদবেই, হোঁচট খেয়ে কংক্রিটে এখনও ধরেনি তোমায় ষড়কীটে! তাই হেরে যাও, পুড়ে যাও, মরে যাও! তবু ক্ষয়ে যাও, রয়ে যাও, সয়ে যাও! অসার, পড়ে আছো নর্দমার ধারে শব্দ-স্বজনেরা হারিয়েছে আঁধারে ববি, হেরে যাবে বলে জন্মটা তাই, নিয়তি মেনেছো, খোঁজ নি কে নাড়ায় নাটাই। তোমার হার উদযাপন করি সোল্লাসে বলতে পারো নি "তাতে কী যায় আসে!" এখনও শেখোনি নিয়মনীতি- কাউন্টার! পাথুরে শহরটা জয়ী; বারংবার। দেখো জিতবে তুমি একদিন ঠিকই ঠিক যেদিন জারুল ফুলকে বলবে কসমেটিক! তাই, হেরে যাও ববি, তুমি হেরেই যাও তবুও হেঁড়ে গলাতে সেই গানটা গাও!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।