নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন অনেকটা পথ হাঁটার পর
বুঝলাম দেরিতে এসে-
হেরে গেছি,আমি হেরে গেছি হায়
হেরে গেছি বেলা শেষে!
করেছি যা এতদিন তার
ভুল ছিল সবটাই,
কাছের মানুষ ছিল যারা
আজ কেউই আমার নাই ।
হায় হায়, সময় গেছে চলে
মেলেছি চোখ, বুঝেছি তখনই-
কিছুই আমার নেই;
আসলে,ছিলনা তো কখনই !
একটি স্বল্প-ব্যাসার্ধের বৃত্তের মাঝে
ঘুরে চলেছি ঠিক লাটিমের মতো,
যেখানে আমার শত চেষ্টায়ও
পেরুতে পারবনা ব্যাসের অধিক পথ ।
ঘুরে ফিরে সেই একই জায়গায়
ফিরে ফিরে আসা,
যেখান থেকে হয়েছিল শুরু
আমার এ পথ চলা ।
উপরে ওঠার পথ ঢের ছিল
হয়নি তবু ওঠা,
নিচে নামার পথটাও বন্ধ
বাধ সাধে নৈতিকতা ।
হ্যাঁ, আজ স্বীকার করি
ভুল আমারই ছিল,
আমার পৃথিবীতে আলো নেই তাই
শুধুই বিষাদ-কালো ।
সেই কালোতে মলিন আমি
মলিন চারিপাশ আমার,
ধুসর স্বপ্নের হাতছানি আমায়
ধোঁকা দেয় বারবার !
শুনছেন? আমি হেরে গেছি
একেবারে হেরে গেছি;
সত্যি কথা বলতে কি,
আমি নিঃশেষ হয়ে গেছি ।
কবিতার স্বত্ব লেখকের । তাই, কোথাও শেয়ার করতে চাইলে লেখকের নাম লিখে প্রকাশের অনুমতি দেয়া হল । অন্য কারো নামে এই ব্লগের কবিতাগুলো পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং এখানে আর কবিটা দেয়া হবেনা । তাই, সব পাঠকদের নিকট বিনীত অনুরোধ, কবিটা পড়ুন এবং কবিস্বত্ব অক্ষুণ্ণ রেখে কবিটা শেয়ার করুন বন্ধুদের মাঝে ।
কবিতা সৃষ্টিকে অনুপ্রাণিত করুন । ধন্যবাদ । [/sb
কবিতাটি লিখেছেনঃ দেবু ফরিদী ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।