আমাদের কথা খুঁজে নিন

   

বিনুদন রে বিনুদন -রংপুরে হরতাল ডেকেছে জাতীয় পার্টি

অজ্ঞাতসারে আজ চলে যেতে চাই। দূরে. . . .বহু দূরে অজানায়. . . . সিটি কর্পোরেশনের ঘোষণা বাস্তবায়নের দাবিতে আগামী ২৭ মে রংপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জাতীয় পার্টি। মঙ্গলবার বিকালে রংপুর জেলা জাতীয় পার্টি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা আসে। বিভাগ গঠনের পর গত বছর ৮ জানুয়ারি এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর সিটি করপোরেশন করার ঘোষণা দেন। এরপর থেকেই ঘোষণা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

তার বাড়ি রংপুরে। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা জানান, সিটি কর্পোরেশন ঘোষণা বাস্তাবায়নের পাশাপাশি রংপুর বিভাগে বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবিও তাদের রয়েছে। এই দুই দাবিতে আগামী ১৭ মে সারাজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। গত মাসে এইচ এম এরশাদ জেলার বিভিন্ন স্থানে পথসভায় সিটি কর্পোরেশন ঘোষণা বাস্তাবায়নের জন্য ১৫ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। একই সময় তিনি ঘোষণা বাস্তাবায়ন না হলে লাগাতার আন্দোলন চালানোরও হুমকি দেন।

জাপা নেতা মোস্তফা জাানন, এরই ধারাবাহিকতায় এরশাদের নির্দেশে দুপুরে জেলা জাতীয় পার্টির সভা বসে, সেখানে হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ সম্মেলনে জাপা নেতা মশিয়ার রহমান রাঙ্গা, আব্দুর রউফ মানিক প্রমুখ উপস্থিত ছিলেন। Click This Link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.