আমাদের কথা খুঁজে নিন

   

একটুখানি বিনুদন (প্যারেডী কবিতা)

নিতান্তই একজন জুনিয়র ব্লগার। বিনুদন নাকি পায় না কেউ, কে বলেছে ভাই? এই যে দেখেন কতো বিনুদনের খবর বলে যাই। ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াতে ফ্রি তে নারী গাড়ি পাই, এইটার কাছে প্রাইভেট-পাবলিক ভার্সিটির কুনুই বেইল নাই। অনন্ত ভাই সিনেমা থুইয়া আইলো বাস্তবে হইতে হিরো, বাঙালী পাবলিক শয়তান কম না বানায় দিলো তারে জিরো। বুয়েটেতে করছে নাকি কমার্স ডিপার্টমেন্ট চালু, দেশের সেরা লাঠিয়ালরা নাকি শিখসে সেখানে ভালু। মনটা যাদের বেজায় খারাপ একটু হাসি চাই? নিজের আশেপাশে চাইয়া দেখেন, বিনুদনের অভাব নাই। [বি.দ্র: দুষ্টামি করে লিখা, খারাপ হইলে কেউ বকা দিয়েন না ]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।