কাল রাতে দি্বতীয় বিশ্বযুদ্ধের উপর একটা বই পড়ছিলাম। পড়ছিলাম জার্মান বাহিনীর হিংস্রতার কথা। নির্লজ্জভাবে সাধারণ মানুষকে হত্যার কথা। পড়তে পড়তে মনে হঠাৎ একটা প্রশ্ন এলো। খুবই সাধারণ, কিন্তু উত্তর টা আমার কাছে নাই।
আমেরিকান রা জাপানে দুই দুইটা এটম বোমা ফাঁটাইলো, কিন্তু মূল যে শত্রু জার্মানী, তাঁদের উপর না ফালায়া জাপানে ফেলল কেন? জাপান ও বিরোধী পক্ষ। যুদ্ধের ফল ও তখন মোটামুটি সেটলড্। তবুও জাপানে ফেলল কেন দুইটাই?একটা তো জার্মানীতে ফেলতে পারতো!
আমি কোন যায়গায় বোমা ফেলা সমর্থন করিনা। কিন্তু মনে এই প্রশ্নটা আসল। প্রশ্নটা মনে হয় বেকুব টাইপ হইয়া গেল।
কিন্তু কি আর করা। বিদ্যার ভাঁড়ার তো আমার প্রায় শুন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।