স্বপ্ন নেবে গো, স্বপ্ন, বিনি পয়সায় হরেক রঙের স্বপ্ন... জ্বলতে থাকা আকাশীরা তোমরা কি বলতে পারো তোমাদের মতন কবিতা কোন মানুষ কি লিখতে পারে ? জাহান্নাম সীমান্তের এক্কেবারে পাশ ঘেসে দিন নেই রাত নেই তোমরা কেমন জ্বলতেই থাকো একা- নিঃসঙ্গ- অনেক অনেক দূরের দিকে তাকিয়ে আর একটা তীব্র গতীর কালো তপ্ত সময় স্রোতের বিপরীতে কি দৃঢ় তোমরা ! কি করে লিখব এমন কবিতা - স্বপ্ন রোগির মতন- বিনীদ্র একজন গৌতম বুদ্ধের মতন তোমাদের থেকে বিচ্ছুরিত আলোর ক্ষ্যাপা স্রোত যখন ইশ্বরের প্রারম্ভিকতাকেই গর্জন দিয়ে অবাধ্য একটা প্রশ্ন ছুড়ে দেয় পৃথিবীর বুক থেকে নকল নরম চামড়ার মাংসটাকে খাঁমচে খসিয়ে ফেলতে চায় আর তখনই আমি দেখতে পাই প্রস্তর সময়ের ঝিরি ঝিরি বরফের সমুদ্রকে শক্ত করে ধরে থাকা সেই পাহাড় সেই সাদা কালোর বির্য মেশানো এক অদ্ভুত রঙের মূর - না নাহ এখনও কিছুই বদলায়নি এখানে, আমার শিশুর মতন ভালোবাসার উচাটন বক্ষের নরম ছোয়া, কখোনো তাতেই মাথা পেতে চুমুতে চুমুতে রক্তের প্রচন্ড স্রোত, বদলায়নি বদলাইনি কিচ্ছু বদলায়নি নতুন কোন কবিতা এখানে কেউ লিখতে পারেনি শুধু একটা মিষ্টি অস্থিরতার মধ্যে নিত্য জাগ্রত চেতনা-ঘাম আর কাম তবু এখনও, তার স্নেহপূর্ণ-অনেক যত্ন করে বুকের উঠা নামা- অল্প উষ্ণ নিস্বাসের গন্ধ, এতেই আমার অত্যন্ত বাস কিংবা মৃত্যু অন্য মূর্চ্ছা. লেখকঃ জন কিটস ( Bright Star) ভাবানুবাদকঃ মো আ সূ ১৩০৫১২ (উজ্জ্বল আকাশী'রা)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।