আমাদের কথা খুঁজে নিন

   

[এখনও

কত কিছু যে করতে চাই, তবুও কিছু করতে না পারার দায়ে মাথা খুঁটে মরি ।
মজা লাগছে না। দিন কাটে না ইদানীং। গল্পের বই সেরকম পাই না। যেগুলা পাই, আগ্রহ ধরে রাখতে পারি না।

সব মিলিয়ে বিশাল ঝামেলা। চরম টাইপের কিছু গান থাকলে দিনগুলো খারাপ যেত না। আর নেটস্পীডও ভুয়া, নামিয়ে শোনা যায় না। এখনও কি তোমার মনে আমায় নিয়ে প্রশ্ন ভাসে এখনও কি তুমি স্বপ্ন দেখ আমায় নিয়ে ঘোরের মাঝে এখনো কি কেঁদে ফেল আনমনে এখনও কি মনে আছে আমাকে পুরোনো কিছু বিষাদভরা গান শুনে দিন কেটে যায়। আমার নিজের বিষাদ আরও যেন গাঢ় হয়।

গল্প লেখার মত হাতে কোন কাহিনী নেই। অনেকগুলো টুকরো টুকরো গল্প আমার চোখে ভাসে শুধু। মাত্থায় থাকে, চোখেও থাকে, কিন্তু লেখার ভাষা পাই না। শিল্পী হলে ভাল হত। আমার দুঃখ করার মত কোন কিছু হয়নি যদিও, তাও ম্যাড়ম্যড়ে দিন কাটছে।

জমাট নীল কি এখনও তোমার স্বপ্ন সাজায় ভোরের আলো কি এখনও জ্বলে চোখের তারায় নোটখাতাটা কি এখনও শুধু আমার নামে ভরা টুকরো কথাগুলো কি এখনও তোমাকে হাসায় সামনে জুনে হয়ত আমার জন্য একটা দুঃসংবাদ আছে। প্রত্যাশিত। এতদুর পর্যন্ত একটা দুঃসংবাদের অপেক্ষায় থাকা যায় না। সাথেও কাউকে পাচ্ছি না। কারণ, সবার কাছে সামান্য, আমার কাছে অনেক।

এত চিন্তা মজা লাগে না। ভীড়ের মাঝে আমাকে কি এখনও চোখে পড়ে চোখদুটো কি আমার সাথে কারও মিল খুঁজে ফেরে সবুজ রঙের মেঘগুলো কি আজও আমার কথা ভাবায় আমাকে লেখা চিঠিগুলো হয়ত আজ দূর বাতাসে ওড়ে আমার মাঝে মাঝে মনে হয়, আমি না থাকলে কয় বছর পর্যন্ত আমাকে মানুষ মনে রাখবে, তার একটা হিসাব থাকলে ভাল হত। আমার জন্য দুঃখ করবে এমন মানুষ কয়জন থাকবে? এই একটা আফসোস, কারা মনে রাখল জানতেই পারবনা। হয়ত। বৃষ্টি আসলে হয়ত আমাকে আর মনে পড়ে না গানের সুরে আমার স্মৃতি আর বোধহয় ভাসে না নতুন একটা রান্না করে আমায় বোধহয় ভাবছ না এলোমেলো সব হিসাবগুলো আমার নামে আর মিলছে না মাঝে মাঝে মনে হয়, একটা লেখক হতে পারলে ভালই হত।

চরম টাইপের অনেক লেখা লিখতাম আর তার মাঝে আমার মনের কথাগুলো রেখে যেতাম। আফসোস, সবখানে ধরা। কত কিছু করার ছিল, শেষমেষ কিছুই হল না। আমি মাঝে মাঝে ভাবি, কত কিছুই ত হওয়ার সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহারের সুযোগ ছিল না। পুরাই আফসোস।

শান্ত পানিতে এখন তুমি নিজের চোখ দেখ পড়ে থাকা শামুকে নিজের নামটাই লেখ স্বপ্নে দেখা মেঘগুলো সবুজ রঙের হয় না আর ফটোগ্রাফের মেঘের মত সাদা রঙেরই ভাবো বেহালাটার ধুলো ঝারলাম। এতদিন পরে বাজাতে বসেও বাজালাম না। আমি ত শুধু খুশির সুর জানি। যেগুলো আসলে সঠিক সময়ে জমে না। অভিমানের ইংরেজী কী? কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে রাগ হলে কষ্ট লাগে।

কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে রাগ করা উচিত না। কিছু কিছু সময় আছে, এসব বিষয়গুলো নিয়েই ভাবতে হয়। আহা, কত খুঁজলাম। মন মত নোটেশন পেলাম না বেহালার জন্য। নেটে যেগুলা আছে, সব দেখি এয়ার।

মানে হাসিখুশি টাইপের মেলোডি। শ্লা স্কটিশরা পুরাই ভুয়া। স্যারের কাছে আবার গেলে হয়, কিন্তু পিটানী খাওয়ার সমূহ কারণে আর সাহস করি না। এখনও কি তোমার মনে আমায় নিয়ে প্রশ্ন ভাসে এখনও কি তুমি স্বপ্ন দেখ আমায় নিয়ে ঘোরের মাঝে এখনো কি কেঁদে ফেল আনমনে এখনও কি মনে আছে আমাকে যেমনটা বলেছিলাম, সবাই নিয়তি আর পরিপ্রেক্ষিতের কাছে আটকা। কখনও রাগ করতে ইচ্ছা করে, কিন্তু করা যায় না।

কারণ, আমি জানি এগুলা রাগের ব্যাপার না। কিছু কিছু সময় থাকে, যখন এসবে আসলে রাগ করতে ইচ্ছে করে, আর এই ইচ্ছেটা পূরণ হোক বা না হোক, ঠিকই কষ্ট লাগে। মায়াও হয়, রাগও লাগে। মুখ বোধহয় রাগটাই যেতে, আফসোস, মনে আসলে উল্টোটা। *গান লিখার ট্রাই করলাম।

লেখার মাঝে মনের কথা টানতে পারলাম না বলে, অনেক কিছু আলাদা বললাম। কী দিন আসল!! পুরাই ধরা। © আকাশ_পাগলা
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.