আমি তোমাকেই বলে দেব, কি যে একা দীর্ঘ রাত আমি হেটে গেছি বিরান পথে! আমি তোমাকেই বলে দেব, সেই ভুলে ভরা গল্প; কড়া নেড়ে গেছি ভুল দরজায়!
এখনও কি আমি সেই বৃষ্টির ফোটা?
যা সিক্ত করে তোমাকে!
এখনও কি আমি সেই দমকা হাওয়া?
যা এলো করে তোমার চুল!
সকালের প্রথম আলোই ঘুম ভেঙ্গে গেলে
ভাব কি, আমি ডেকে তুলেছি?
নাকি অভিমানে নিয়েছ ভেবে?
ফেলে আসা দিনগুলো, সব কৈশরের ভুল!
শরতের আকাশে ভেসে থাকা মেঘের ভেলা
চিরে দিয়ে কি আজও আঁক?
পরিচিত সেই মুখ!
নাকি প্রজাপতির ডানায় ভেসে যাওয়া
দিনগুলো; ভেবে, কেঁদে, ভাসাও বুক?
এখনও কি আমি, তোমার কোন সুখ স্বপ্ন?
নাকি স্বপ্ন ভেঙ্গে যাওয়া, বিষন্ন সকাল!??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।