ড. আহাম্মেদ শরীফের থিসিস
এখনও ভোর হয়, আমাদের ছোট্ট গাঁয়ে
কুয়াশার লেপে মুড়িয়ে গমের বীজ ক্ষেত পাহারারত আমি নেই
আমাকে না পেয়ে ছোট ছোট শালিকগুলো
নির্ভয়ে মাতছে শস্যদানা সংগ্রহে
আর আমি এই ইট-পাথরের শহরে
নিজের অস্তিত্ব খুঁজে যাই ...............
এখনও চড়ুইভাতি হয়, আমাদের ছোট্ট গাঁয়ে
কৃষকের গোলার শস্য কিংবা পুকুরের মাছ চুরি করতে আমি নেই
আমাকে না পেয়ে আমার সহচরেরা
ঘরের দানায় সারছে সব প্রয়োজন
আর আমি এই নিঃসংগ শহরে
নুতন সহযাত্রী খুঁজে যাই ............
এখনও পালা গানের আসর বসে, আমাদের ছোট্ট গাঁয়ে
বাউলের গলায় আমার লেখা গানগুলো এখন নেই
সুর না পেয়ে আমার সব সৃষ্টি
আজ কুকঁড়ে উঠে অ পূর্ণতায়
আর আমি এই রঙ্গহীন শহরে
নুতন পরিচয় খুঁজে যাই............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।