তুমি যদি প্রতিটি দিন এটা ভেবে পার কর যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন তুমি সত্যি সঠিক হবে। সম্প্রতি এক প্রতিবেদনে জানা গেছে, অ্যাপল আইওএস ৬ অপারেটিং সিস্টেম থেকে গুগল ম্যাপস বাদ দিয়ে নতুন একটি ম্যাপ যোগ করবে। অ্যাপলের মতে, নতুন ম্যাপ অ্যাপ্লিকেশনটি হবে দ্রুততর। খবর ম্যাশএবল-এর। ৯টু৫ ম্যাক নামের অ্যাপল বিষয়ক একটি ব্লগ ‘বিশ্বস্ত সূত্রের’ বরাত দিয়ে জানিয়েছে, অ্যাপলের কিনে নেয়া প্লেসবেস, সি৩ টেকনোলজিস এবং পলি৯ প্রযুক্তিগুলোকে এক করে ত্রিমাত্রিক ম্যাপ তৈরি করা হচ্ছে। তবে ডিফল্ট অবস্থায় এর সব স্থান থ্রিডি মোডে দেখা যাবে না। ব্যবহারকারীরা চাইলে থ্রিডি মোডে ম্যাপ দেখতে পারবেন। এর আগে আইফটো এবং আইপ্যাড-এ গুগল ম্যাপস বাদ দেয় অ্যাপল। ম্যাশএবল জানিয়েছে, জুনের মাঝামাঝিতে আইওএস ৬ সম্পর্কে বিস্তারিত জানাতে পারে অ্যাপল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।