আমাদের কথা খুঁজে নিন

   

আইওএস ৭

অ্যাপল কম্পিউটারের নতুন কোনো পণ্য বা সেবার নতুন সংস্করণ মানেই যেন চমক, যার অপেক্ষায় থাকে গোটা প্রযুক্তিবিশ্ব। সম্প্রতি অ্যাপল উন্মুক্ত করেছে আইফোন, আইপ্যাড ও আইপড টাচের জন্য অপারেটিং সিস্টেমের সাম্প্রতিক সংস্করণ আইওএস ৭।

 

নতুন রঙে নতুন ঢঙে

দৈনন্দিন কাজে যেসব অ্যাপসের নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে, সেগুলো সহজে এবং দ্রুত ব্যবহারের সুবিধা নিয়ে আইওএস ৭-এ যুক্ত হয়েছে কন্ট্রোল সেন্টার ফিচারটি। আইফোন ‘লক স্ক্রিন ’ অবস্থায় থাকলেও সরাসরি প্রবেশ করা যাবে এই কন্ট্রোল সেন্টারে। ক্যামেরা, ফ্ল্যাশলাইট, ওয়াই-ফাই চালু বা বন্ধ করা, পর্দার উজ্জ্বলতা নিয়ন্ত্রণসহ নানা ধরনের সুবিধা যুক্ত করা হয়েছে এই কন্ট্রোল সেন্টারে।

আইওএস ৭-এর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে নোটিফিকেশন সেন্টার। নতুন আসা ই-মেইল, মেসেজ কিংবা মিসড কলের খবর ছাড়াও যেকোনো ধরনের রিমাইন্ডার বা অন্যান্য নোটিফিকেশন পাওয়া যাবে এই নোটিফিকেশন সেন্টারে। লক স্ক্রিন থেকে এই সেন্টারেও সরাসরি প্রবেশ করা যাবে। মাল্টিটাস্কিং সুবিধাটি আগের চেয়ে অনেক উন্নত করা হয়েছে এই সংস্করণে। হোম বোতামটি পর পর দুবার চাপলেই ফোনে চালু থাকা সব অ্যাপস দেখা যাবে।

আইওএস ৭-এ ক্যামেরার অ্যাপেও অ্যাপল বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করেছে। প্যানারোমিক এবং বর্গাকৃতির ছবি তোলার নতুন সুবিধা যুক্ত করা হয়েছে এতে। যুক্ত করা হয়েছে নানা ধরনের ফিল্টার। ফোন থেকে ফোনে ছবি বা অন্যান্য ফাইল শেয়ারিংয়ের জন্য যুক্ত হয়েছে এয়ারড্রপ নামের আরেকটি সুবিধা। এর মাধ্যমে কোনো ধরনের ই-মেইল কিংবা মেসেজের সহায়তা ছাড়াই সরাসরি একটি আইওএস যন্ত্র থেকে অন্য একটি আইওএস যন্ত্রে যেকোনো ফাইল আদান-প্রদান করা যাবে।

সিরি নামের কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাপ্লিকেশনটি এবার এসেছে পূর্ণ সংস্করণে। বিং, উইকিপিডিয়া কিংবা টুইটারের মতো ওয়েবসাইটে কথা বলে তথ্য খোঁজার (ভয়েস সার্চের) সুবিধা যুক্ত হয়েছে এতে। এ ছাড়া প্যানডোরার বিকল্প হিসেবে অ্যাপল আইওএস ৭-এ যুক্ত হয়েছে আইটিউনস রেডিও। এর মাধ্যমে পছন্দের সব গান স্ট্রিমিং করে শোনার সুবিধা রয়েছে।

 

যেসব যন্ত্রে চলবে

সম্প্রতি বাজারে আসা আইফোন ৫এস ও ৫সি মডেলের আইফোনের সঙ্গে আইওএস ৭ উন্মুক্ত করা হলেও বেশ কয়েকটি অ্যাপল পণ্যে এই সংস্করণ হালনাগাদ করা যাবে।

তবে আপনার অ্যাপল যন্ত্রে আইওএস ৭ চলবে কি না, সেটা নিশ্চিত হয়েই হালনাগাদ করবেন। আইফোন ৩এস বা তার আগের মডেলগুলো, আইপ্যাডের প্রথম প্রজন্মের মডেলটি আর আইপড টাচের চতুর্থ প্রজন্ম বা তার আগের মডেলগুলোতে আইওএস ৭ চলবে না।

 

কোথায় পাবেন?

আইটিউনস স্টোর থেকে বা অ্যাপল ডিভাইসের সেটিংসে গিয়ে আইওএস ৭ হালনাগাদ করে নেওয়ার সুযোগ রয়েছে। তবে হালনাগাদ করার আগে অবশ্যই আপনার অ্যাপল পণ্যটিতে যথেষ্ট চার্জ আছে কি না, তা পরীক্ষা করে নিন। আপগ্রেডের সময় পণ্য থেকে তথ্য একেবারে মুছে যাওয়ার আশঙ্কা কম হলেও ডিভাইসটির পূর্ণ ব্যাকআপ রাখুন।

 

অ্যাপল ও সিনেট অবলম্বনে

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.