আমাদের কথা খুঁজে নিন

   

মায়ের গল্প

মা জানো,আজকে মা দিবস্। আজকে তোমাকে নিয়ে আমি একটা গল্প লিখব্। সবাই বলে আমি নাকি অনেক ভালো গল্প লিখতে পারি। কিন্তু আজকে আমি ঠিক কোন গল্প লিখব না। তোমাকে নিয়ে ঘটে যাওয়া কোন একটা স্মৃতির কথা লিখব।

আচ্ছা মা তুমিই বল আমি কোন গল্পটা বলব্। আমাদের সুপারি গাছ থেকে সুপারি চুরি করার গল্পটাই বলি। না এইটা ভাল হবেনা। তার থেকে নারকেল গাছ থেকে নারকেল চুরি করার গল্পটা বলি। সেদিন তুমি আমাকে কতটুকু শাস্তি দিয়েছিলে আবার তুমি নিজেই কাদতে কাদতে আমাকে তোমার চোখের জলের সাগরে ভাসিয়ে দিয়েছিলে।

না মা তার থেকে ওই গল্পটা বলি। যেদিন তুমি নিজে সাতার না জানা সত্ত্বেও আমাকে বাচাতে পুকুরে ঝাপিয়ে পরেছিলে এবং আমাকে বাচিয়েছিলে। আচ্ছা মা বলোনা তার থেকে একদিন আমি স্কুল কামাই করেছিলাম তার জন্য বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে,আমি মাত্র ২ ঘন্টা ঘরে আসিনি তাতেই তোমার কি অবস্থা হয়েছিলো তারপর বাবা নিজেই আমাকে খোজে এনেছিলেন্। আহা,,,,,তার থেকে রোজ রোজ কিভাবে আমাকে ঘুম পাড়িয়ে দাও সেটাই বলি। আচ্ছা মা বলতো সেই ছোট থেকে তোমাকে নিয়ে ঘটে যাওয়া কত স্মৃতি,কত আনান্দ।

তার সবকিছু কি শুধু মাত্র মা দিবসের একটা দিনে একটা গল্প দিয়ে শেষ করা যায়্। মা- তো মা-ই। তাকে কি কোন গল্পে স্থান দিয়ে বড় করা যায়্। মা জানো তোমাকে নিয়ে যে গল্পটাই লিখব ভাবি তার থেকে অন্য একটা গল্প আরো ভালো লাগে। সেটা লিখতে গেলে আরো একট স্মৃতি মাথায় আসে।

আমি কোনটা লিখব বল। না মা থাকুক আমি আর গল্পই লিখব না। তোমাকে নিয়ে ঘটে যাওয়া স্মৃতি কি আমাকে গল্প আকারে লিখতে হবে। তার থেকে কেমন হবে যদি সেটা আমার মনের মাঝে সারাজীবন তোমার স্মৃতি হয়ে থাকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.