অনুভুতিহীন জীবনের অপেক্ষায়... http://www.raatmojur.com/ এই ত্রিশ বচ্ছর বয়সে যা ঘটে নাই লাইফে তাই ঘটছে! আম্মাজান এবং তাবৎ "অতি ভাবক" মিল্যা আমারে স্বাধীনতার লাইসেন্স দিয়া ফালাইছেন এবং তাও অফিশিয়ালী! এই লাইসেন্সে যা যা কভার করে তাহা নিম্নরূপঃ
১. রাজধানী থিক্যা আমারে ঘেটি ধইরা মফস্বল টাইপ শহরে ফেরৎ আনা হৈছিলো, সেইটা উইথড্র করা হৈয়াছে। অখন আমি যেইখানে খুশি যাইতে পারি, চাকরী পাইলে করতে পারি কোনো মোরোব্বা, থুক্কু মুরুব্বী নাক দেখাইবো না। (অশিক্ষিত হইয়াও ঠেইল্যা ঠুইল্যা পাঁচ বছরে যা উঠছিলাম আমার মতে খারাপ আছিলো না, সেই সব জলাঞ্জলি দেওয়াইয়া দুই বচ্ছর মফস্বলে কামলাগিরি করার পর এইসব ভা্লাগে! এই বয়সে কতবার "আবার নতুন" কৈরা শুরু করন যায়!)
২. নিজের কোনো পছন্দের মাইয়া থাকলে বিয়া করতে পারি, না থাকলে কাউরে পছন্দ কৈরা ফেলতে পারি। খালি তাই ই না! চাইলে তারে বিয়াও কৈরা ফেলতে পারি, কারো কোনো আপত্তি থাকবে না! এমনকি তাহারা সর্বাত্মক চেষ্টা চালাইবেন আমার পক্ষ হইয়া, যদি আমি কাউরে পছন্দ করিয়া ফেলি এবং সেই "কেউ" আমারে পছন্দ করিয়া ফেলে। (বুড়া বয়সে এইসব ফাৎরামি ভাল্লাগে!? অক্ষন কি গলায় "বৌ চাই, প্রেমিকা চাই, নিতান্ত না হৈলে বান্ধবী চাই" সাইন বোর্ড লাগাইয়া ঘুরুম ?)
৩ চাইলে আমি ব্যাবসাও করতে পারি।
(এরপর বাণী হুনছি কোন মহারথী পাঁচ টেকা নিয়া অক্ষন পাঁচ লক্ষ কোটি টেকার মালিক ইত্যাদি)। মাগার তহবিল ইজ ইকুয়াল্টু আ বিজ সাইজ যিরো। এই ক্যাপিটালে একটাই বিজনেস মাথায় ঘুরে, "ভাঙ্গা প্লেট" কোনো মোড়ে বসা।
আমি অবশ্য সব শুইন্যা মুপাইল ফোনে "কেতার্থ হৈলুম" টাইপ একটা বিগলিত হাসি দিয়া জানাইছি, আমার নেক্সট ধান্দা ঘর জামাই থাকোনের। শুইন্যা সবাইর মুখ আমসত্ব হইয়া গেছে (ভগ্নদূতের বক্তব্য), লাষ্ট খবর অনুসারে ঢাকা শহরের "উত্তর পাড়ায়" আমার "অতি-ভাবক"বৃন্দ দুই/তিন দফা গোল মিটিং করিয়াছেন।
মামতো বইনে জানাইছে দুইবারই গোলটেবিলের কোনো এক চিপায় প্রস্তাব আইছে পাবনার চেয়ারকোচের টিকেট বিষয়ে!
* চ্রম সাময়িক পোষ্ট।
** কমেন্ট ব্যান থাকায় অনেকরেই গুঁতাইতে পারিনা শান্তিমতন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।