আমাদের কথা খুঁজে নিন

   

আমি পাইলাম ইহারে পাইলাম...........................

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

আমি পাইলাম ইহারে পাইলাম........................... কিভাবে পেলাম তা আপনাদেক জানাচ্ছি! লাইফে এই প্রথমবার ভোটার হইলাম! আগে যে সময় ভোটার লিস্টে নাম লেখানো হচ্ছিল, তখন আমি বাসায় ছিলাম না, আবার আম্মার মনে হয়েছে যে, আমার ১৮বছর হতে যেহেতু কয়েকমাস বাকি আছে( ঐসময় ২০০৩ সাল) তাই পরে করলেই হবে, কিন্তু সেই সময় আর আসে না! কিন্তু এবার জাতীয় পরিচয় পত্র হবে সেই সাথে ভোটার হওয়া, এটা আমার কাছে মেন হল একটা বোনাস এর মত! যাহোক, যথারীতি একদিন সাজুগুজু করে ভোটার হতে প্লাস জাতীয় পরিচয় পত্রের জন্য রেজিস্ট্রেশন করে আসলাম! আর ভাবলাম কবে আসবে সেদিন, যেদিন পাব জাতীয় পরিচয়পত্র! ভাবখানা এমন যেন সেই হৈমন্তীকে পাবার মত!! আমি পাইলাম ইহারে পাইলাম........................... যাহোক জাতীয় পরিচয়পত্র পাবার আগে মনে হল যাক বাংলাদেশ আজ আসলেই এগিয়ে যাচ্ছে>>> আগেতো দু'নেত্রীর ঠেলায় দেশ এগুতে পারত না!!! এখনতো আর ঠেলাঠেলি নাই! কিন্তু বিধিবাম যখন জাতীয় পরিচয়পত্র পেলাম, তখন মনে হল নাহ্ আমি সেই চিরচেনা বাংলাদেশেই আছি! কি বুঝতে পেরেছেন কাহিনীটা কি??? যথারীতি জাতীয় পরিচয়পত্রে তথ্য ভুল! আমার বাবার নামে মোহাম্মাদ না হয়ে হয়েচে মুহাম্মদ>>> এটাও না হয় তেমন ভুল না ধরলেও চলে কারন ওরা হয়ত বাংলিশে আকার (া)টা বাদ দিয়েছে>>> কিন্তু এর চেয়েও মারাত্নক যে ভুলটি করেছে তা হল আমার ব্লাড গ্রুপ ভুল লিখেছে!! যদি আল্লাহ না করুন, এ্যাকসিডেন্ট হয় আর এই জাতীয় পরিচয়পত্র সাথে থাকে আর আমাকে যদি রক্ত দিতে হয়, তাহলে তো বুঝছেন?? আগেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে! তো এমন একটা জাতীয় পরিচয়পত্র পেয়ে বুঝছেন তো কেমন আছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.